Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

পেসাররা সবাইকে অনুপ্রাণিত করছে, বলছেন হেরাথ 

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৫:৫০

কথা বলছেন রঙ্গনা হেরাথ। ছবি: আজকের পত্রিকা বাংলাদেশ দলের পেস বোলিংয়ে অগ্রযাত্রার গল্প আর নতুন নয়। ইবাদত হোসেন-তাসকিন আহমেদরা অনুপ্রেরণার খোরাক হচ্ছেন উঠতি পেসারদের। তবে রঙ্গনা হেরাথের মতে, শুধু পেসারদের নয়; তাসকিনরা অনুপ্রাণিত করছেন সবাইকে। 

প্রথম ওয়ানডের পর আজ বিশ্রামে আছে বাংলাদেশ দল। আগামীকাল দ্বিতীয় ওয়ানডে। তবে বৃষ্টিস্নাত দিনে দলের বিশ্রামের দিনও মাঠে এসেছেন তামিম ইকবাল। তাঁর সঙ্গে এসেছেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, স্পিন কোচ হেরাথ ও বাংলাদেশ দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল। তাঁদের নিয়ে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম। 

ব্যাটিংয়ে সময়টা ভালো যাচ্ছে না তামিমের। গতকাল প্রথম ওয়ানডেতে আউট হয়েছেন ৩ রান করে। ব্যাটে রান ফেরাতেই হয়তো একা অনুশীলনে তামিম। ব্যাটার তামিম রান না পেলেও দল উড়ছে দারুণভাবে। সাকিব-হৃদয়দের দুর্দান্ত ব্যাটিংয়ের পর আয়ারল্যান্ডকে গুটিয়ে দিয়েছেন বাংলাদেশের পেসাররা। দুই পেসার ইবাদত আর তাসকিন মিলে নিয়েছেন ৬ উইকেট। 

দলের পেস বোলিং বিভাগ নিয়ে স্পিন কোচ হেরাথ বলেছেন, ‘পেসাররা আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে। এখন আমাদের দুর্দান্ত ফাস্ট বোলিং আক্রমণ আছে। সব মিলিয়ে আমাদের দারুণ ব্যাটিং, বোলিং ও স্পিন আক্রমণ আছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো ব্যাপার।’ গতকাল স্পিনে ভালো করেছেন ইংল্যান্ড সিরিজের পর দলে ফেরা নাসুম আহমেদ। 

নাসুমকে নিয়ে হেরাথ বলেছেন, ‘সে দারুণ বোলিং করে ৩ উইকেট নিয়েছে। আমার মনে হয় তারা ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিচ্ছে। আমি খুবই গর্বিত যে তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং উইকেট পড়তে পারছে। উইকেটে যখন কোনো সহায়তা থাকবে না, এটা বেশ চ্যালেঞ্জের।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

     ৫১৭ রানের ম্যাচে বিশ্বরেকর্ড গড়া জয় দক্ষিণ আফ্রিকার 

    এডারসনের পর আনচেলত্তিকে চান ব্রাজিল ফুটবলের সভাপতিও

    এক ইনিংসে ২২ ছক্কা, গেইলের রেকর্ড ভেঙে দিলেন চার্লস

    টি-টোয়েন্টিতে অধিনায়ক বদলে খেলবে আয়ারল্যান্ড

    কোহলিকে নিয়ে যে প্রশ্ন ভাইরাল

    বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রোনালদোর ক্লাবের 

     ৫১৭ রানের ম্যাচে বিশ্বরেকর্ড গড়া জয় দক্ষিণ আফ্রিকার 

    রমজানে সৌদি আরবে অমুসলিমেরাও যে কারণে রোজা রাখেন

    বুড়িচংয়ে যুবককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

    দুর্গাপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার ৭ 

    ধামরাইয়ে ওয়ার্ড আ. লীগের সভাপতির ওপর হামলা, থানায় মামলা 

    ছবিতে বিভিন্ন দেশে কয়েকজন নবীর সমাধি