Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত, বাড়ি থেকে জব্দ একে-৪৭

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২৩:৫৩

ইসলামাবাদ হাইকোর্টের বাইরে অবস্থান নেন পিটিআই নেতা-কর্মীরা। ছবি: এএফপি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তোশখানা মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। তাঁকে আগামী ৩০ মার্চ আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। 

আজ শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ডনের প্রতিবেদনে বলা হয়, আজ দিনভরই আদালতের বাইরে পিটিআই নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। হট্টগোল ও বিশৃঙ্খলার কারণে আগামী ৩০ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। 

পুলিশ জানায়, ইসলামাবাদ হাইকোর্টের কাছে পিটিআই সমর্থকেরা ইট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে ইসলামাবাদে এলিট কমান্ডো এবং সন্ত্রাসবিরোধী স্কোয়াডসহ প্রায় ৪ হাজার নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়। 

লাহোরে ইমরান খানের বাসভবন জামান পার্কে অভিযান চালায় পুলিশ। ছবি: এএফপি এদিকে লাহোরে ইমরান খানের বাসভবন জামান পার্কে অভিযান চালিয়ে একে-৪৭ জব্দ করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ। পুলিশের বরাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের বাসভবন থেকে একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে পিটিআইয়ের ৬০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে (তোশাখানা মামলা) দায়ের হওয়া মামলায় হাজিরা না দেওয়ায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদ আদালত। 

গত বছরের এপ্রিলে আস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এর পর থেকে রাজপথে নানা রাজনৈতিক কর্মসূচি নিয়ে সোচ্চার হয়ে ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রাহুল গান্ধীর কারাদণ্ড: বিরোধীদের ‘সিস্টেম্যাটিক’ ঐক্য চায় কংগ্রেস

    ভারতের লোকসভার পদ হারালেন রাহুল গান্ধী 

    সাজার পরদিনই লোকসভায় রাহুল, রায়ের বিরুদ্ধে বিক্ষোভ বিরোধীদের

    রাহুল গান্ধীর কারাদণ্ড নিয়ে বিরোধীদের বৈঠক আজ

    অস্ত্র কেনায় শীর্ষ ১০ দেশ, শীর্ষ রপ্তানিকারক যারা

    ‘ভয় দেখিয়ে আমার ভাইয়ের কণ্ঠ রোধের চেষ্টা হচ্ছে’

    নির্বাচন নিয়ে সংলাপের আমন্ত্রণ আ.লীগের ‘লেটেস্ট কৌশল’: মির্জা ফখরুল 

    মিথ্যা বলে মেসিদের খেলা দেখতে এসে চাকরি হারালেন তরুণী

    ‘বাইচ্চাগুলার মুখে একটু মাছ-মাংস দিতি পারি নে’

    সড়ক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন কিশোরের

    তৃতীয় কন্যার বাবা হলেন মার্ক জাকারবার্গ 

    আমেরিকার নিজের বেলায় এক নীতি, অন্যের বেলায় ভিন্ন: মুক্তিযুদ্ধ মন্ত্রী