Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

মুশফিকের হাতে জয়ের স্টাম্প দেখে অনুপ্রাণিত হৃদয়

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২৩:০৪

অভিষেক রাঙিয়েছেন তাওহীদ হৃদয়। ছবি: ওয়ালটন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে তখনো শুরু হওয়ার অপেক্ষা। এর আগে তাওহীদ হৃদয়কে অভিষেকের ক্যাপ পরিয়ে পিঠ চাপড়ে দেন মুশফিকুর রহিম। সঙ্গে সাহস দিয়েছেন এভাবে, 'ভালো কিছু করো, ভবিষ্যতে দেশকে ভালো কিছু দাও।' 

অভিষেকটা হৃদয় রাঙিয়েছেন ভালো কিছু করেই। ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। অভিষেকে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসের পথে মুশফিককে সঙ্গী হিসেবে পেয়েছেন হৃদয়। হৃদয়ের ক্রিকেটার হয়ে ওঠার প্রেরণার সঙ্গেও জড়িয়ে মুশফিক। 

ঘটনাটা হৃদয় শোনালেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে। তাঁর মুখেই শোনা যাক গল্পটা, 'আমি অনেক ছোট ছিলাম ২০০৭ এর একটা কাহিনি। মুশফিক ভাই বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের একটা স্টাম্প পেয়েছিলেন। তখন আমি অনেক ছোট, একদিন স্টেডিয়ামে গিয়েছিলাম। একটা প্রোগ্রামে মুশফিক ভাইয়ের কাছে যখন স্টাম্প দেখেছিলাম তখন থেকেই অনেক অনুপ্রাণিত হই। ওখান থেকেই ইচ্ছে ছিল যদি আমি একদিন খেলতে পারি জাতীয় দলে।' 

সেই স্বপ্ন পূরণ হয়েছে হৃদয়ের। কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক হয়েছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে হয়ে গেল ওয়ানডে অভিষেকও। নিজের এত দূর আসা নিয়ে হৃদয় বলছিলেন, 'যখন একাডেমিতে গিয়েছিলাম, অনেক কিছু আসলে ক্ষতি করেই গিয়েছিলাম ওখানে। তারপর একটা সময় ক্রিকেট খেলার কোনো ইচ্ছে ছিল না। পরিবার থেকে ওভাবে কোনো সমর্থন ছিল না। বাবার সমর্থন ছিল, যদিও বাবা খেলা বুঝে না। আমি যখন জেদ ধরতাম মায়ের সঙ্গে, যতটুকু পেরেছে চেষ্টা করেছে। একটা সময় আমার খেলার ইচ্ছে ছিল না। সে সময় সুজন স্যার আসলে সেই ছোটবেলাতেই, যখন আমি অনূর্ধ্ব-১৬ খেলি ওখান থেকে নিয়ে এসেছে। উনি আসলে সুযোগ করে দিয়েছে। ওখান থেকে ফাস্ট ডিভিশন খেলে আস্তে আস্তে উঠে আসা।'

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

    ইব্রার কীর্তির ম্যাচে হ্যাটট্রিক লুকাকুর

    টিভিতে আজকের খেলা (২৫ মার্চ ২০২৩, শনিবার) 

    বিশেষ দিনেই বেনজামাকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

    আত্মঘাতী গোলে ভারতকে হারাল বাংলাদেশ 

    মেসির সঙ্গে ছবি তুলতে গিয়ে ভক্ত গ্রেপ্তার 

    আমেরিকার নিজের বেলায় এক নীতি অন্যের বেলায় ভিন্ন: মুক্তিযুদ্ধ মন্ত্রী

    চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ

    ইফতারের ৫ সুন্নত

    লবণপানিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মরণফাঁদ

    ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুরের মৃত্যু 

    গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী