তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়ে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। দলের মতো আজ রেকর্ড গড়ার সুযোগ ছিল তাওহিদ হৃদয়েরও। কিন্তু দুর্ভাগ্য বসত রেকর্ড গড়তে পারেননি এই ব্যাটার।
অভিষেকে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার সুযোগ ছিল হৃদয়ের। কিন্তু ৯২ রানে গ্রাহাম হিউমের বলে সরাসরি বোল্ড হওয়ায় সেই রেকর্ড গড়ার আর সুযোগ পাননি তিনি।
ম্যাচ শেষে এ বিষয়ে জানতে চাইলে হৃদয় বলেছেন, ‘কিছুটা আঘাত পেয়েছি। তবে শুরুটা ভালো হওয়ায় আমি খুশি। সাকিবের সঙ্গে ব্যাটিং করতে পারাটা দুর্দান্ত ছিল। সে আমাকে অনেকে অনুপ্রাণিত করেছে। কিছুটা আত্মবিশ্বাসীও ছিলাম। আমার পরিকল্পনা অনুযায়ী চেষ্টা করেছি এবং তা কাজে দিয়েছে।’
অভিষেকে সেঞ্চুরির রেকর্ড করতে না পারলে অন্য একটি রেকর্ড গড়েছেন হৃদয়। বাংলাদেশের হয়ে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। ৯২ রানে এখন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে অভিষেকে ওয়ানডের সর্বোচ্চ স্কোর তাঁর। ৮৫ বলে ৮ চার ও ২ ছক্কায় সাজানো দুর্দান্ত ইনিংসটির জন্য ম্যাচসেরাও হয়েছেন উদীয়মান এই ব্যাটার।
এতে করে নাসির হোসেনের ১২ বছরের রেকর্ড ভেঙে গিয়েছে। এত দিন ৬৩ রান নিয়ে অভিষেকে সর্বোচ্চ রানের স্কোরার ছিলেন এই অলরাউন্ডার। ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি। এই দুজনের আগে অভিষেকে ফিফটি করা প্রথম ব্যাটার ছিলেন ফরহাদ রেজা। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৫০ রান করেছিলেন রেজা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে