Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর পর আইসিইউতে রাখার অভিযোগ

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২১:১৬

শিক্ষার্থীর মৃত্যুর পর হাসপাতালে হামলা চালান তাঁর স্বজন ও সহপাঠীরা। ছবি: আজকের পত্রিকা ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি বেসরকারি হাসপাতালের ভুল চিকিৎসায় ইশতিয়াক আহমেদ ইকরাম (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ছাড়া মৃত্যুর পর তাঁকে আইসিইউতে পাঠানো হয়েছে বলে মানববন্ধন দাবি করেছেন স্বজন ও সহপাঠীরা। এ ঘটনায় হাসপাতালের হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর হাসপাতালের মালিকের ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকালে জেলা শহরের আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।

ইশতিয়াক আহমেদ ইকরাম সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের শহীদ উদ্দিনে ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন হাসপাতাল মালিকের ভাই এমদাদুল বশির জয়, হাসপাতাল স্টাফ নাজমুল হক ও আরিফুল ইসলাম।

শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ ইকরাম (২২)। ছবি: সংগৃহীত এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ করে হাসপাতাল ভাঙচুর করেন ইশতিয়াকের স্বজন ও সহপাঠীরা। পরে বেলা একটার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁর স্বজন ও সহপাঠীরা। এ সময় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, জেলা ছাত্রলীগের সহসভাপতি ওবায়দুল হক বাবু, ইশতিয়াকের বন্ধু মাহমুদুল হাসান ও মুস্তাকিম খান হিমেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ভুল চিকিৎসায় ইশতিয়াক অপারেশনের পরপরই মারা যান। তারপরও তাঁর লাশ আইসিইউতে পাঠানো হয়েছে। শুধু লোক দেখাতে এবং অতিরিক্ত বিল করার জন্য তাঁর লাশ আইসিইউতে পাঠানো হয়। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।

মৃতের স্বজনেরা জানান, গতকাল শুক্রবার সকালে ইশতিয়াককে নাকের পলিপাস অপারেশনের জন্য আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। এরপর দুপুরে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর তাঁর আর জ্ঞান ফেরেনি। পরে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে আজ শনিবার সকালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ইশতিয়াকের চাচা অ্যাডভোকেট শামছুল ইসলাম বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ইশতিয়াকের অপারেশন করেছেন ডা. রাফিউল আলম। কিন্তু রাফিউল জানিয়েছেন তিনি অপারেশন করেননি। ইশতিয়াকের সঠিক চিকিৎসা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবং ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন স্বজন ও সহপাঠীরা। ছবি: আজকের পত্রিকা এ বিষয়ে জানতে নাক, কান ও গলা চিকিৎসক রাফিউল আলমের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে হাসপাতালের মালিক খলিল বশির মানিক দাবি করেন, ‘অপারেশন ডা. রাফিউল আলম করেছেন। তাঁর সিসিটিভি ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে।’

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ইশতিয়াকের ভাই বাচ্চু মিয়া বাদী হয়ে হাসপাতালের মালিক খলিল বশির মানিক, ইএনটি চিকিৎসক রাফিউল আলম ও অ্যানেসথেসিয়া চিকিৎসক ফৌজিয়া মমতাজ সুপ্তিকে আসামি করে মামলা দিয়েছেন।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

    গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

    ‘আমি সাঁতার জানি, ডুবে গেলে রক্ষার দায়িত্ব নিব’

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড