Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

শ্রীপুরে চুরির অপবাদে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪ 

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৯:৫৯

যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা-পুলিশ। ছবি: সংগৃহীত গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আফসার উদ্দিন বাগমারের ছেলে কাউসার আহাম্মদ বাগমার (৪৫), আবদুল আজিজের ছেলে ফজলুল হক (৬০), সিরাজ উদ্দিন খানের ছেলে ইজ্জত আলী খান (৫৫) ও বরকত খানের ছেলে জিয়াউর রহমান খান (৪২)। তাঁরা সবাই উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের দমদমা গ্রামের স্থানীয় বাসিন্দা। তাঁদের মধ্যে কাউসার বাগমার প্রহল্লাদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

নির্যাতনে শিকার যুবকের নাম আরিফুল ইসলাম খান (২৫)। তিনি ওই গ্রামের উসমান আলী খানের ছেলে। আরিফ পেশায় একজন দিনমজুর।

নির্যাতনে শিকার আরিফের বড় ভাই আশরাফুল আলম খান বলেন, ‘আমার ভাইকে অমানবিক নির্যাতনের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছি।’ 

শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আরিফ নামে এক যুবককে পাশবিক নির্যাতনের ঘটনায় শুক্রবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের দমদমা গ্রামে এক যুবককে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে নির্যাতন চালানো হয়। প্রহল্লাদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাউসার বাগমারের নেতৃত্বে এ নির্যাতনের ঘটনা ঘটেছিল বলে নির্যাতনের শিকার যুবকের স্বজনেরা জানিয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সড়ক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন কিশোরের

    চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত 

    শ্যামনগরে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

    হোমনায় ৯ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি 

    গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

    নির্বাচন নিয়ে সংলাপের আমন্ত্রণ আ.লীগের ‘লেটেস্ট কৌশল’: মির্জা ফখরুল 

    মিথ্যা বলে মেসিদের খেলা দেখতে এসে চাকরি হারালেন তরুণী

    ‘বাইচ্চাগুলার মুখে একটু মাছ-মাংস দিতি পারি নে’

    সড়ক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন কিশোরের

    তৃতীয় কন্যার বাবা হলেন মার্ক জাকারবার্গ 

    আমেরিকার নিজের বেলায় এক নীতি, অন্যের বেলায় ভিন্ন: মুক্তিযুদ্ধ মন্ত্রী