Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

যৌতুকের দাবিতে স্ত্রীর মাথার খুলি ভেঙে দিলেন গণপূর্তের কর্মকর্তা, অবশেষে মৃত্যু 

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০১:২০

 যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে ফাতেমা নাসরিন (৪৫) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১০ দিন ধরে নিউরোসায়েন্স হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে আজ শনিবার দুপুরে তিনি মারা যান।

জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরে কোটি টাকা যৌতুকের দাবিতে বটি দিয়ে কুপিয়ে ও পুতা দিয়ে আঘাত করে স্ত্রীর মাথার খুলি ভেঙে দেয় মির্জা সাখাওয়াত হোসেন (৪৯)। তিনি  গণপূর্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। এই কর্মকর্তা স্ত্রীকে নির্যাতনের মামলায় কারাগারে আছেন। নিহত নাসরিন সুপ্রিম কোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বড় ভাই ডাক্তার নুরুল আমিনের মেয়ে।

নিহত নাসরিনের বড় বোন ও মামলার বাদী আরজিনা বেগম বলেন, ‘আমার ছোট বোনকে বিভিন্ন সময়ে টাকার জন্য নির্যাতন করত। সে বিসিএস ফাস্ট ক্লাস কর্মকর্তা হয়েও যৌতুকের জন্য নির্মমভাবে নির্যাতন করত। এই ঘটনায় আমার বোন বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় এ বছরের জানুয়ারি মাসের ১০ তারিখে একটি মামলা করেছিল। কিন্তু গত ৮ মার্চ রাতে আবারও যৌতুকের দাবিতে বটি ও পুতা দিয়ে মাথায় আঘাত করে। এতে আমার বোনের মাথার খুলি ভেঙে যায়। তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে নিউরোসায়েন্সে পাঠানো হয়। এখানেই ১০ দিন চিকিৎসাধীন ছিল। আজ দুপুরে ডাক্তার তাঁর মৃত্যুর কথা জানায়।’

আরজিনা আরও বলেন, ‘সরকারি চাকরি করেও সে ব্যবসা করার জন্য টাকা চাইতো। আমাদের পারিবারিক সম্পত্তি বিক্রি করে টাকা না দেওয়ায় সে আমার বোনের এই অবস্থা করেছে।’

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ দুঃখজনক। যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পরপরই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি বর্তমানে কারাগারে আছেন। নির্যাতনের শিকার ওই নারী আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করছি।

নিহত নাসরিনের মরদেহ পঞ্চগড় সদর উপজেলার পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে 

    নওগাঁয় র‍্যাবের হেফাজতে ভূমি অফিসের নারী কর্মচারীর মৃত্যু

    মুন্সিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

    সখীপুরে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

    সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিটিআই ইনস্ট্রাক্টরের

    নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু 

    ছবিতে বিভিন্ন দেশে কয়েকজন নবীর সমাধি

    মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে 

    নওগাঁয় র‍্যাবের হেফাজতে ভূমি অফিসের নারী কর্মচারীর মৃত্যু

    চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ ‘মেঘনা’ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত 

    এডারসনের পর আনচেলত্তিকে চান ব্রাজিল ফুটবলের সভাপতিও

    বাঘায় মসজিদে মোবাইলে কথা বলা নিয়ে পাল্টাপাল্টি মারামারি