Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ঘোড়ায় বর পালকিতে কনে, অতিথি হয়ে হেলিকপ্টারে এলেন এমপি

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৮:২২

ঘোড়ায় চড়ে এলেন বর। বউ নিয়ে গেলেন পালকিতে। ছবি: আজকের পত্রিকা মতিউর রহমান হালিমের দাদা বিয়ে করতে গিয়েছিলেন ঘোড়ায় চড়ে। সেই গল্প শুনেই বড় হয়েছেন মতিউর। মতিউরের শখ, তিনিও ঘোড়ায় চড়ে যাবেন বিয়ে করতে। সেই শখ আজ শনিবার পূরণও করেছেন। মতিউর ঘোড়ায় চড়ে বিয়ে করতে গিয়েছেন। আর কনে এনেছেন পালকিতে। 

এদিকে কনেবাড়িতে আমন্ত্রিত অতিথি হিসেবে হেলিকপ্টারে চড়ে এসেছেন স্থানীয় এমপি।

আজ রাজশাহীর বাগমারা উপজেলায় বিয়েতে ঘোড়া, পালকি আর হেলিকপ্টার দেখে চমকে গেছেন লোকজন। 

 কনে আনার জন্য তিন দিনে বানানো হয়েছে পালকি। ছবি: আজকের পত্রিকা বর মতিউর রহমানের বাড়ি ভরট্ট গ্রামে। তাঁর বাবা আবদুল মান্নান মাদ্রাসার শিক্ষক। মা হালিমা খাতুন স্বাস্থ্যকর্মী। তাঁদের একমাত্র সন্তান মতিউর। সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল হকের একমাত্র মেয়ে ফারহানা আঁখির সঙ্গে মতিউরের বিয়ে হয়েছে। 

আঁখির বিয়েতে অতিথি হিসেবে এসেছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। গাড়ি নয়, হেলিকপ্টারে করে ঢাকা থেকে উড়ে আসেন তিনি। বিয়ের অনুষ্ঠান শেষে তিনি আবার হেলিকপ্টারে করেই ফিরে যান। স্থানীয় ফুটবল মাঠে হেলিকপ্টার নামে। গ্রামে প্রথমবার হেলিকপ্টার নামতে দেখতে ফুটবল মাঠে ভিড় করে মানুষ। 

আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয় এমপি এসেছিলেন হেলিকপ্টারে চড়ে। ছবি: আজকের পত্রিকা পরিবারের সদস্যরা জানান, চীন থেকে পড়াশোনা করে আসা মতিউরের সঙ্গে পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আঁখির। মতিউরের ইচ্ছা অনুযায়ী, একটা ঘোড়া ভাড়া করে আনা হয়। আর গ্রামের প্রবীণ একজন মিস্ত্রিকে দিয়ে তিন দিনে তৈরি করা হয় একটি পালকি। ঘোড়ায় চড়ে বেলা ১১টার দিকে মতিউর বিয়ে করতে যান। তাঁর বাড়ি থেকে কনেবাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পালকিতে করে নববধূকে বাড়িতে নিয়ে আসেন মতিউর। 

মতিউরের চাচা মামনুর রশিদ বলেন, ছেলের দাদা আহম্মদ হোসেন ঘোড়ায় চড়ে বিয়ে করেছিলেন। তিনিও নববধূকে বাড়ি এনেছিলেন পালকিতে করেন। সেই গল্প শুনে বড় হওয়া মতিউরও চেয়েছিলেন একইভাবে বিয়ে করতে। তাঁর ইচ্ছা পূরণ করা হয়েছে। গ্রামবাসীকে চমকে দিতে অনেকটা গোপনেই এ আয়োজন করা হয়েছিল। 

 বর বিয়ে করতে গেছেন ঘোড়ায় চড়ে, কনে এনেছেন পালকিতে। ছবি: আজকের পত্রিকা

কনের বাবা ইউপি চেয়ারম্যান আজাহারুল হক বলেন, তাঁর মেয়ের বিয়েতে স্থানীয় এমপি এনামুল হকসহ প্রায় তিন হাজার মানুষকে দাওয়াত করা হয়েছিল। সবাই এসেছিলেন। বর ঘোড়ায় এসে পালকিতে করে কনে নিয়ে গেছেন। এমপি এসেছিলেন হেলিকপ্টারে। এ বিষয়গুলো গ্রামবাসীর ভালো লেগেছে। সবার কাছেই এই বিয়েটা অনেক দিন মনে থাকবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    মেয়ের সহপাঠীদের অভিভাবককে ‘অপমান’, সেই বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সিদ্ধান্ত

    শ্রেণিকক্ষ ঝাড়ু দিতে রাজি নয় বিচারকের মেয়ে, অভিভাবকদের ডেকে ‘অপমান’

    নির্বাচনে হার দেখে ব্যালট পেপার ছিনতাই ছাত্রলীগের সভাপতির

    লালপুরে প্রতিপক্ষের আঘাতে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু, নারীসহ গ্রেপ্তার ৭ 

    জমি নিয়ে বিরোধ, ফটোসাংবাদিকের বাড়িতে হামলায় আহত ৭ 

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড