Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

আখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পের মাধ্যমে ভারত-বাংলাদেশের সম্পর্কে আরও উন্নতি হবে: পররাষ্ট্রসচিব

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৭:২৮

দীর্ঘদিন বন্ধ থাকার পর এক সপ্তাহ ধরে কসবা রেলস্টেশনের চলমান কাজ পরিদর্শন করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। ছবি: আজকের পত্রিকা ব্রাহ্মণবাড়িয়া কসবায় আখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পের কসবা রেল স্টেশন ও সালদানদী এলাকার গত এক সপ্তাহ ধরে চলমান কাজ পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। আজ শনিবার সকাল ১১টার দিকে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের যেমন ভালো হবে, তেমনি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্কের যে বিষয়গুলো আছে সেগুলোরও আরও উন্নতি হবে।’

সচিব মাসুদ বিন মোমেন আরও বলেন, ‘প্রথমে কোভিড-১৯ ও পরবর্তীতে ভারতীয়দের বাধা থাকায় দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। সম্প্রতি আলোচনার মাধ্যমে সমস্যা নিরসন হওয়ায় গত এক সপ্তাহ ধরে চলমান কাজ দেখতে এসে আমি সন্তুষ্ট। পুরোদমে কাজ চলছে। এখন আর কোনো বাধা নেই, সকল সমস্যা দূর হয়েছে। অল্প সময়ের মধ্যে অসমাপ্ত কাজ শেষ হবে বলে আশা করি।’

এ সময় বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন রানা, সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান ও চলমান প্রকল্পের পরিচালন মোহাম্মদ সুবক্তগীনসহ ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ নভেম্বর শুরু হয় আখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পের কাজ। বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে কাজ চলছে এমন অজুহাতে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধায় কাজটি বন্ধ হয়ে যায়। পরে দুই দেশের উচ্চপর্যায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিজিবি-বিএসএফের আলোচনার মাধ্যমে ফের গত ১২ মার্চ থেকে পুরোদমে কাজ শুরু হয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে 

    নওগাঁয় র‍্যাবের হেফাজতে ভূমি অফিসের নারী কর্মচারীর মৃত্যু

    চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ ‘মেঘনা’ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত 

    বাঘায় মসজিদে মোবাইলে কথা বলা নিয়ে পাল্টাপাল্টি মারামারি

    সাবরেজিস্ট্রারের চেয়ারে বসে ঘুষ নেন ঝাড়ুদার

    এবার বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মেয়ের

    মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে 

    নওগাঁয় র‍্যাবের হেফাজতে ভূমি অফিসের নারী কর্মচারীর মৃত্যু

    চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ ‘মেঘনা’ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত 

    এডারসনের পর আনচেলত্তিকে চান ব্রাজিল ফুটবলের সভাপতিও

    বাঘায় মসজিদে মোবাইলে কথা বলা নিয়ে পাল্টাপাল্টি মারামারি

    এক ইনিংসে ২২ ছক্কা, গেইলের রেকর্ড ভেঙে দিলেন চার্লস