Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ট্রাকের ধাক্কা, চালক ও হেলপারের মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৫:৪৬

কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কার পর দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক। ছবি: আজকের পত্রিকা  কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দ্রুতগামী ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী গ্রামের আজিজনগর সেতুতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক এরশাদ মণ্ডল (৩৮) ও হেলপার মো. শিব্বির আহমদ মারুফ (১৯)। এরশাদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গাবলা বাটইবাজার এলাকায়। আর মারুফের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাটের মোহাম্মদপুর গ্রামে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে ৫টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিমেন্টভর্তি একটি ট্রাক কক্সবাজারে দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় সড়কের একটি সেতুতে ধাক্কা খায়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন ট্রাকচালক এরশাদ মণ্ডল ও হেলপার মো. শিব্বির আহমদ মারুফ। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ এবং চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন উদ্ধার করে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকচালক ও হেলপারের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সড়ক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন কিশোরের

    চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত 

    শ্যামনগরে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

    হোমনায় ৯ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি 

    গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

    সড়ক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন কিশোরের

    তৃতীয় কন্যার বাবা হলেন মার্ক জাকারবার্গ 

    আমেরিকার নিজের বেলায় এক নীতি, অন্যের বেলায় ভিন্ন: মুক্তিযুদ্ধ মন্ত্রী

    চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ

    ইফতারের ৫ সুন্নত

    লবণপানিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মরণফাঁদ