Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

এবার যুক্তরাষ্ট্রে চালু হলো অর্থের বিনিময়ে ব্লু টিকের সুবিধা

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৪:৩৫

ভেরিফায়েড সুবিধা পেতে ওয়েব সংস্করণে প্রতি মাসে ১১ ডলার ৯৯ সেন্ট এবং আইওএস সংস্করণে ১৪ ডলার ৯৯ সেন্ট ব্যয় করতে হবে। ছবি: সংগৃহীত গত ১৯ ফেব্রুয়ারি মাসিক ১২ ডলার খরচ করে যেকোনো ব্যবহারকারী নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্লু ব্যাজ পেতে পারবেন বলে ঘোষণা দেয় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর এবার যুক্তরাষ্ট্রে চালু হয়েছে অর্থের বিনিময়ে ব্লু টিকের সুবিধা। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মূলত বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় ‘মেটা ভেরিফায়েড’ নামের এই উদ্যোগ নেয় মেটা। ভেরিফায়েড সুবিধা পেতে ওয়েব সংস্করণে প্রতি মাসে ১১ ডলার ৯৯ সেন্ট এবং আইওএস সংস্করণে ১৪ ডলার ৯৯ সেন্ট ব্যয় করতে হবে। এর মাধ্যমে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার পাশাপাশি বাড়তি নিরাপত্তা সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ব্যবহারকারীর।

আগে থেকে ব্লু ব্যাজ থাকা ব্যবহারকারীদের কোনো টাকা খরচ করতে হচ্ছে না আপাতত। আগের ব্লু ব্যাজধারীরা এই সাবস্ক্রিপশনের আওতায় কীভাবে পড়বেন, তাঁদের কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং আরও কত দিন তাঁরা বিনা মূল্যের ব্লু ব্যাজ ধারণ করতে পারবেন—এ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি জাকারবার্গ। মেটা এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু না জানালেও ধারণা করা হচ্ছে, টুইটারের মালিক ইলন মাস্কের দেখানো পথেই হাঁটতে পারেন জাকারবার্গ।

এই সাবস্ক্রিপশনে ব্লু ব্যাজ পাওয়ার পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় পাওয়া যাবে বাড়তি কিছু সুবিধা। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সহজ হবে এই সাবস্ক্রিপশন সেবার ফলে। নতুন এই ফিচার ফেসবুক ও ইনস্টাগ্রামের পরিষেবাজুড়ে গ্রাহকের বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন জাকারবার্গ।

এর আগে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালু করে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। মাসিক ৭ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে যেকোনো ব্যবহারকারী ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা নিতে পেরেছেন। শুরুতে শুধু অ্যাপল, অর্থাৎ আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হলেও কিছুদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও আনা হয়েছিল সেবাটি। 

ব্লু টিক সেবা চালুর কিছুদিনের মধ্যেই এটি সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় টুইটার। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ভুয়া আইডি খুলে ব্লু টিক নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় গত ১১ নভেম্বর টুইটার ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত করে। পরে এ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলোর জন্য ধূসর রঙের আলাদা ‘অফিশিয়াল’ ব্যাজের ঘোষণা দেয় টুইটার।

ধারণা করা হচ্ছে, টুইটারের নেওয়া বাকি সিদ্ধান্তগুলোর সঙ্গেও মেটার পরবর্তী সিদ্ধান্তগুলোর মিল থাকবে। এতে করে যাঁদের এখন ব্লু ব্যাজ রয়েছে, তাঁদের ব্যাজ ধরে রাখতে হলে নিয়ম মেনে টাকা দিতে হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে টুইটারের মতোই আলাদাভাবে চিহ্নিত করার ব্যবস্থাও থাকতে পারে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মুরের সূত্র যেভাবে বদলে দিয়েছে কম্পিউটারের ভবিষ্যৎ 

    নাসার সদরদপ্তরে স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা 

    টুইটারে ব্লু টিক লুকিয়ে রাখার সুবিধা আসছে 

    মাস্ক নিজেই টুইটারের দাম অর্ধেকেরও নিচে নামালেন

    অ্যাপল মিউজিকে ত্রুটি, অদলবদল হয়ে যাচ্ছে প্লেলিস্ট

    টিকটক, টুইটার, ইনস্টাগ্রামের ‘বিনোদনমূলক’ ব্যবহার নিষিদ্ধ করেছে ফ্রান্স

     ৫১৭ রানের ম্যাচে বিশ্বরেকর্ড গড়া জয় দক্ষিণ আফ্রিকার 

    রমজানে সৌদি আরবে অমুসলিমেরাও যে কারণে রোজা রাখেন

    বুড়িচংয়ে যুবককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

    দুর্গাপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার ৭ 

    ধামরাইয়ে ওয়ার্ড আ. লীগের সভাপতির ওপর হামলা, থানায় মামলা 

    ছবিতে বিভিন্ন দেশে কয়েকজন নবীর সমাধি