Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

বার্সাকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, দাবি লাপোর্তার 

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৪:০২

 বার্সেলোনাকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন হুয়ান লাপোর্তা। ছবি: সংগৃহীত রেফারিকে মোটা অঙ্কের টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর বার্সেলোনাকে নিয়ে আলোচনা চলছে নিয়মিত। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা তাতে প্রচণ্ড ক্ষুব্ধ। লাপোর্তার মতে, এটা বার্সেলোনাকে অস্থিতিশীল করার চক্রান্ত। 

বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার প্রকাশ করেছিল গত মাসে। লাপোর্তা যখন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রথম দফায় বার্সেলোনার সভাপতি ছিলেন, রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরাকে ১৪ মিলিয়ন ইউরো (যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকা) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর থেকে বার্সাকে নিয়ে চলছে নানা রকম ট্রল।

লাপোর্তার দাবি, খেলোয়াড়দের মানসিকভাবে দুর্বল করতেই চলছে এমন আলোচনা। বার্সেলোনার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ক্লাব সভাপতি বলেন, ‘যা হচ্ছে, তা কিছুতেই কাকতালীয় নয়। দলকে অস্থিতিশীল করাই হচ্ছে এর উদ্দেশ্য। আমি সবকিছু ব্যাখ্যা করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমরা আমাদের রক্ষা করব। খেলোয়াড়দের উৎসাহিত করতে এই মুহূর্তে আমরা মনোযোগী। কারণ তাদের লক্ষ্যই হচ্ছে দলকে অস্থিতিশীল করা।’

ঘুষ দেওয়ার অভিযোগ তো আছেই, এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যাপারে বার্সেলোনাকে নেগ্রেইরার সহায়তা করার প্রস্তাব দেওয়ার কথা জানা গিয়েছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্ডোর তথ্য অনুসারে ২০২০ সালে নেগ্রেইরা ভিএআর নিয়ে বলেছিলেন, ‘যদি আপনারা আগ্রহী থাকেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রেকর্ড ভাঙা হ্যারি কেইনকে কিংবদন্তি বললেন রুনি

    রেকর্ড গড়ে গর্বিত রোনালদো 

    এবার আর্জেন্টিনার যে উদ্‌যাপন নিয়ে আলোচনা 

    সাকিবের যে রেকর্ড আর কারও নেই

    রেকর্ড গড়া ম্যাচে মেসির চোখে জল 

    টিভিতে আজকের খেলা (২৪ মার্চ ২০২৩, শুক্রবার)

    মাদ্রাসার দেয়াল ধসে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

    সাতক্ষীরায় ঘের থেকে মৎস্যজীবীর মরদেহ উদ্ধার 

    ভারতের লোকসভার পদ হারালেন রাহুল গান্ধী 

    রেকর্ড ভাঙা হ্যারি কেইনকে কিংবদন্তি বললেন রুনি

    পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু 

    সাজার পরদিনই লোকসভায় রাহুল, রায়ের বিরুদ্ধে বিক্ষোভ বিরোধীদের