Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

১০০ পেরিয়ে খুশি সুস্মিতা

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৮:৩৮

‘পঞ্চমী’ সিরিয়ালে সুস্মিতা দে। ছবি: স্টার জলসা মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সুস্মিতা দে। প্রথম অভিনয় করেন ‘অপরাজিতা অপু’ সিরিয়ালে অপু চরিত্রে। প্রথম কাজেই পরিচিতি পেয়েছিলেন তিনি। এরপর অভিনয় করেন ‘বধূ কোন আলো লাগল চোখে’, ‘রাগে অনুরাগে’, ‘মন নিয়ে কাছাকাছি’ ও ‘অগ্নিজাল’ ধারাবাহিকগুলোতে। তবে সুস্মিতার সর্বশেষ সিরিয়াল ‘বৌমা একঘর’ ভালো চলেনি। মাত্র ৯০ দিনের মাথায় বন্ধ হয়ে গিয়েছিল। ৮০ পর্বও পেরোতে পারেনি। ফলে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে সুস্মিতাকে।

তবে হতাশার ধাক্কা কাটিয়ে সুস্মিতা ফিরেছেন নতুনভাবে। অভিনয় করছেন স্টার জলসার ‘পঞ্চমী’ ধারাবাহিকে। গত বছরের ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এ সিরিয়ালের প্রচার। দেখতে দেখতে ১০০ পর্ব পেরিয়ে গেল ‘পঞ্চমী’। মঙ্গলবার প্রচারিত হয়েছে এর শততম পর্ব। সুস্মিতা বলেন, ‘গতবার খুব খারাপ লেগেছিল। ৯০ দিনের মাথায় সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়েছিলাম। তবে খারাপের পরই তো ভালো আসে। আজ আনন্দ হচ্ছে। আগামী দিনে যেভাবে গল্পের মোড় ঘুরবে এ সিরিয়ালের, তা দর্শকের অবশ্যই ভালো লাগবে।’

নাগদেবতার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘পঞ্চমী’র স্ক্রিপ্ট। এমন গল্প নিয়ে অনেক হিন্দি সিরিয়াল তৈরি হলেও বাংলায় এটি প্রথম। তাই শুরু থেকেই দর্শকদের প্রশংসা পেয়েছে ‘পঞ্চমী’, টিআরপি তালিকায়ও রয়েছে ভালো অবস্থানে। মুখ্য চরিত্রে আছেন সুস্মিতা, আর কালনাগিনী চিত্রার চরিত্রে অভিনয় করছেন শিঞ্জিনী চক্রবর্তী। অনেক দিন পর ‘পঞ্চমী’র হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন অভিনেতা রাজদীপ গুপ্ত। এতে সুস্মিতা-রাজদীপের রসায়ন দর্শকের মন জয় করেছে। পঞ্চমী প্রচার হচ্ছে স্টার জলসায় প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৯টায়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মুগ্ধতা ছড়িয়ে পড়শীর অভিনয়

    প্রিয় অভিনেতার সঙ্গে শানু

    বাংলাভিশনে রমজানের দুই আয়োজন

    এ সপ্তাহের ওটিটি

    ঈদে মাতাবেন জিৎ

    ভারতে জু্বায়েরের ৩ স্বল্পদৈর্ঘ্য

    বাউফলে ২ স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ২ 

    বাবা হারিয়েছেন দক্ষিণী তারকা অজিত কুমার

    পটোলগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    মাদ্রাসার দেয়াল ধসে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

    ভারতের লোকসভার পদ হারালেন রাহুল গান্ধী 

    রেকর্ড ভাঙা হ্যারি কেইনকে কিংবদন্তি বললেন রুনি