Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

দৌলতপুরে ছোটদের মারামারি মেটাতে গিয়ে সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৯:২২

প্রতীকী ছবি কুষ্টিয়ার দৌলতপুরে গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দুই ইউনিয়নে দুটি পরিবারে ছোটদের ঝামেলাকে কেন্দ্র করে বড়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পৃথক দুই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

গত বুধবার (১৫ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজল হোসেনের পরিবারের ছোটদের সঙ্গে মাবুদ মণ্ডলের পরিবারের ছোটদের মারামারি হয়। দুই পরিবারের বড়রা বিষয়টি সমাধান করতে গিয়ে একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়ে। এ সময় মাবুদ মণ্ডলের পরিবারের লোকজন কাজল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

আহতাবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত কাজল হোসেন উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়নটির দৌলতখালী গ্রামের সুন্নত মণ্ডলের ছেলে।

এ ঘটনায় কাজলের ভাতিজা শামিম ৫ জনের নাম উল্লেখসহ আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে থানায় মামলা করেন। ঘটনার দিন রাতেই মাবুদ মণ্ডলের স্ত্রী রাশেদা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। 

এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়া এলাকায় দুই চাচাতো ভাইয়ের সমবয়সী (৮ বছর) দুই ছেলে খেলার সময় ধাক্কাধাক্কি ও মারামারি ঘটনায় দুই ছেলের অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাহাবুল ও তার স্ত্রী কন্যা বটি দিয়ে কুপিয়ে সাইফুলক ইসলামকে আহত করেন। পরে সাইফুলকে হাসপাতালে নেওয়া পথে তাঁর মৃত্যু হয়। 

নিহত সাইফুল ইসলাম (৩৫) দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়া এলাকার সামছুল ইসলামের ছেলে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে চাচাতো ভাই মহাবুল ও মহাবুলের স্ত্রী কন্যা খাতুনকে আটক করেছে পুলিশ। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন উপজেলার দুই ইউনিয়নের দুটি হত্যার ঘটনা ছোটদের বিবাদে জেরে বড়রা জড়িয়ে হয়েছে। দুই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের ধরতে অভিযান চলছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    কাঁঠালবাড়ীতে ট্রেনের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত

    স্বাধীনতা দিবসে কয়রা বিএনপির দুই পক্ষের আলাদা কর্মসূচি

    মসজিদে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

    পাওয়ার টিলারের ধাক্কায় প্রাণ গেল শিশুর

    ওমরাহ শেষে ফেরার পথে সড়কে ঝরল দুই বাংলাদেশির প্রাণ

    গাজীপুরে জেলা আওয়ামী লীগ নেতার গাড়ির চাপায় নিহত ১

    বুড়িচংয়ে যুবককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

    দুর্গাপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার ৭ 

    ধামরাইয়ে ওয়ার্ড আ. লীগের সভাপতির ওপর হামলা, থানায় মামলা 

    ছবিতে বিভিন্ন দেশে কয়েকজন নবীর সমাধি

    মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে 

    নওগাঁয় র‍্যাবের হেফাজতে ভূমি অফিসের নারী কর্মচারীর মৃত্যু