Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

পাহারাদারকে অস্ত্রের মুখে বেঁধে অটো রাইস মিলে ডাকাতি

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৪:০৫

ডাকাতি হওয়া অটো রাইস মিল। ছবি: আজকের পত্রিকা দিনাজপুরের ফুলবাড়ীতে দেশীয় অস্ত্রের মুখে পাহারাদারকে বেঁধে রেখে অটো রাইস মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পৌর শহরের উপজেলা পরিষদ রোডের প্রসিদ্ধ কালী অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল মুখে কাপড় বাঁধা অবস্থায় কালী অটো রাইস মিলে ঢোকে। এরপর ডাকাতেরা মিলের পাহারাদার আমিন মুর্মুকে দেশীয় অস্ত্রের মুখে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে মিলের অফিসরুমের তালা ভেঙে সিন্দুকসহ স্টিলের ফাইল কেবিনেট এবং ক্যাশ বাক্স ভাঙচুর ও তছনছ করে। এ সময় ডাকাতেরা প্রায় ২ লাখ টাকা ও সিসি ক্যামেরার সেটআপ বক্স নিয়ে যায়।

পাহারাদার আমিন মুর্মু বলেন, রাতে আচমকা ডাকাত দল দেশি অস্ত্রের মুখে কিছু বুঝে ওঠার আগেই হাত-পা বেঁধে ফেলে। পরে মুখে স্কচটেপ লাগিয়ে কম্বলচাপা দিয়ে শুইয়ে রেখে ডাকাতি করে চলে যায়। তারা চলে যাওয়ার পর কৌশলে মুখের স্কচটেপ খুলে চিৎকার করলে অপর পাহারাদার শুকুমার রায় ছুটে এসে তাঁর হাত-পায়ের বাঁধন খুলে দেন।

মিলের ম্যানেজার প্রমোদ চন্দ্র সরকার বলেন, তিনি সকাল সাড়ে ৮টায় এসে ডাকাতির বিষয় জানতে পারেন। ডাকাতেরা প্রায় ২ লাখ টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিস্কসহ সেটআপ বক্স নিয়ে গেছে। অফিসের ফাইলপত্র তছনছ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালী অটো রাইস মিলের স্বত্বাধিকারী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত আজ সকালে বলেন, ‘আমি এখনো মিলে যাইনি। মিলে গেলে বিস্তারিত জানতে পারব। প্রাথমিকভাবে বিষয়টি থানার পুলিশকে জানিয়েছি।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ডাকাতি নয়, চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ নেওয়া হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু তোলায় ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা

    নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

    গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড