Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

সুপ্রিম কোর্ট বারে সব পদে আওয়ামীপন্থীদের জয়

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১১:২৪

ফাইল ছবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৩-২৪) সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর তাঁদের বিজয়ী ঘোষণা করে এই ফল দেন। এর আগে বুধ ও বৃহস্পতিবার একতরফা ভোট গ্রহণ শেষে সন্ধ্যা থেকে গণনা শুরু হয়। 

নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোমতাজ উদ্দিন ফকির ও মো. আবদুন নূর। নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটি নিয়ে আপত্তি তুলে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীদের প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার পর এই জয় পেলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। 

ঘোষিত ফলাফলে সহসভাপতির দুটি পদে আলী আজম ও জেসমিন সুলতানা জয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে এম. মাসুদ আলম চৌধুরী জয়ী হয়েছেন। সহসম্পাদক হিসেবে জয় পেয়েছেন এ বি এম নূর-এ-আলম ও মোহাম্মদ হারুন-উর রশিদ। 

এ ছাড়া সদস্য পদে জয়ী হয়েছেন, মহিউদ্দিন আহমেদ (রুদ্র), মনিরুজ্জামান রানা, শফিক রায়হান শাওন, মো. সাফায়েত হোসেন (সজীব), মো. দেলোয়ার হোসেন, মো. নাজমুল হুদা ও সুভাষ চন্দ্র দাস। 

গত বছর সভাপতি ও সম্পাদকসহ সাতটি পদে জয় পেয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। অপর সাতটি পদে ছিলেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। 

জানতে চাইলে সাদা প্যানেলের সম্পাদক পদপ্রার্থী আব্দুন নূর দুলাল আজকের পত্রিকাকে বলেন, তাঁরা (বিএনপিপন্থী আইনজীবী) তাঁদের মতো করে ভোট প্রতিহত করার চেষ্টা করেছেন। এর পরও অনেক ভোটার এসেছেন। নতুন নির্বাচনের দাবির বিষয়ে তিনি বলেন, প্রশ্নই আসে না। এখন আর নতুন নির্বাচনের সুযোগ নেই। সামনে রোজা। তাই এই ভোট না করা ছাড়া আমাদের কোনো সুযোগও ছিল না। 

আর ফেসবুক লাইভে নীল প্যানেলের সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘এটা কোনো নির্বাচন হয়নি। প্রতিপক্ষ শতভাগ নিশ্চিত ছিল আমরা (বিএনপিপন্থী আইনজীবী) ১৪ পদেই পাস করব। এটা বুঝতে পেরেই নির্বাচনী নীল নকশা করেছে। আমি মনে করি, গঠনতন্ত্র মোতাবেক বৈধ সাব কমিটি করে নতুন নির্বাচন হবে। আর সেটা হবে বৈধ নির্বাচন।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ

    সিঙ্গাইরে ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ার অভিযোগ

    অপরাধ ও অপপ্রচারের সঙ্গে সাংবাদিকতাকে না মেলানোর অনুরোধ তথ্যমন্ত্রীর

    প্রতিশোধ নিতে সাবেক স্ত্রীকে হত্যা, রহস্য উন্মোচনের দাবি পিবিআই

    গাড়ি চাপা দিয়ে পালাতে গিয়ে আরও দুই দুর্ঘটনা, চালক কারাগারে

    দক্ষিণখানে বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ