অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
আজ বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেনিনে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিহতরা হলেন—ইউসুফ শ্রিম (২৯), নিদাল খাজিম (২৮) ও ওমর আওয়াদীন (১৬)। নিহত অপর আরেকজনের নাম জানা যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, নিরাপত্তা বাহিনী জেনিনের শরণার্থীশিবিরে কাজ করছে।
এর আগে গত ৭ মার্চ ইসরায়েলি বাহিনীর গুলিতে জেনিনে ৬ ফিলিস্তিনি নিহত হন। এর ৪৮ ঘণ্টা না যেতেই জেনিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান আরও ৩ ফিলিস্তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারিতে বয়স্ক নারীসহ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন ১০ জন।
উল্লেখ্য, গত বছর থেকে উত্তর পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান জোরদার করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর অভিযানে ২০২২ সালে ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে