Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

আরও ৪ বছর ফিফা সভাপতির দায়িত্বে ইনফান্তিনো

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৬:৩৮

রুয়ান্ডায় ফিফা সভাপতি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত পুনরায় ফিফার সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। আজ বৃহস্পতিবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হোন তিনি।

নিজেদের অফিশিয়াল টুইটার পেজে এমনটাই জানিয়েছে ফিফা। লিখেছে, ‘জিয়ান্নি ইনফান্তিনো সবার সম্মতিতে ২০২৩-২০২৭ পর্যন্ত ফিফা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।’

ইনফান্তিনো ২০১৬ সালে সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে ফিফার এই সর্বোচ্চ পদে বসেন। এ নিয়ে তৃতীয়বারের মতন ফিফা সভাপতি নির্বাচিত হলেন ৫২ বছর বয়সী সুইস আইনজীবী। চার বছর আগে ফেডারেশনের ২১১ সদস্যের প্রতিনিধি তাঁকে এই পদে পুনর্বহাল করেন।যেখানে বর্তমানে ফিফার নিয়ম অনুযায়ী

সভাপতির মেয়াদ ৩-৪ বছর, সেখানে ইনফান্তিনো ইতিমধ্যে ২০৩১ পর্যন্ত এই পদে থাকতে প্রস্তুত হচ্ছেন। গত ডিসেম্বরে তিনি জানান, তাঁর প্রথম তিন বছর পূর্ণ মেয়াদ হিসেবে গণনা করা হয়নি। সভাপতি হিসেবে পুনর্বহাল হওয়ার পর রুয়ান্ডার রাজধানীতে প্রতিনিধিদের বলেছেন, ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি।’ তবে সেখানে ভোটিং পদ্ধতিতে ভিন্নমতের সদস্যদের নিবন্ধন করা হয়নি।

ইনফান্তিনোর সভাপতিত্বে উত্তর আমেরিকায় হবে ২০২৬ বিশ্বকাপ। আগামী বিশ্বকাপে ৩২ দল থেকে বাড়িয়ে ৪৮ দল করা হচ্ছে। দল সংখ্যা বেড়ে ৩২ দল নিয়ে এই বছরের শেষের দিকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে নারী বিশ্বকাপ।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ম্যাচ চলার সময় ইফতারির জন্য বিরতি পাবেন সালাহ-কান্তেরা 

    ক্লাসেনের ঝোড়ো সেঞ্চুরিতে সিরিজ বাঁচাল প্রোটিয়ারা

    বরখাস্ত মেসিদের সাবেক কোচ

    আমাদের সময়ে হলে এত সেঞ্চুরি করতে পারত না কোহলি, দাবি শোয়েবের

    আজ এখানে কাল ওখানে, কীভাবে পারেন সাকিব

    সেঞ্চুরি বঞ্চিত মিঠুন, সিটির টানা হার

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড