Alexa
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

বঙ্গবন্ধু বাঙালি জাতির শিক্ষক: ডেপুটি স্পিকার

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৫:৪২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গোলটেবিল আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা বাঙালির জাতীয়তাবাদ চিন্তাভাবনা বঙ্গবন্ধু তাঁর শিক্ষাজীবন থেকেই শুরু করেছিলেন। এটি সাতচল্লিশের অনেক আগে থেকেই। তিনি বাঙালি জাতির শিক্ষক বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

শামসুল হক বলেন, ‘বঙ্গবন্ধু এই জাতিসত্তার মানবিক নেতা। তিনি লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের শিক্ষিত করে তুলেছেন স্লোগানে স্লোগানে।’ তিনি বলেন, ‘আমি যা জানি, তা আমার জনগণকে জানাতে হবে, নইলে আমাদের সফলতা আসবে না।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘তোমার আলোয় উজ্জ্বল বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তি, পঁচাত্তরের ১৫ আগস্টের ঘাতক, ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকাণ্ডে জড়িতরা একই সূত্রে গাঁথা। এরা বঙ্গবন্ধুর অসম্প্রীতির বাংলাদেশ, সুখী-সমৃদ্ধ, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, জাতীয়তাবাদের বিপক্ষে। অথচ বঙ্গবন্ধু তার জীবদ্দশায় এগুলো রেখে গেছে যে, বাংলাদেশ কীভাবে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যাবে।’

ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে। আমাদের নিজেদেরও স্মার্ট হতে হবে। ২০৪১ সালের পর আমাদের দেশ ডেল্টা প্রকল্প নিয়ে এগিয়ে যাবে। আমাদের এখন মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের শক্তিকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আগামী নির্বাচনে আমাদের সকলকে স্মার্ট নাগরিকের দায়িত্ব পালন করতে হবে।’

আলোচনা সভা সঞ্চালনা করেন সম্প্রীতি বাংলাদেশের সদস্যসচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। এতে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংশ্লিষ্ট বিষয়ে অতিথিরা। তারা জীবন, দর্শন ও রাষ্ট্রভাবনা নিয়ে আলোচনা করেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

    সিরাজদিখানে দুই অটোরিকশার সংঘর্ষে নিহত বৃদ্ধ 

    ৫ টাকা ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় গাড়ি ভাঙলেন জাবি কর্মকর্তা

    নেতারা একসময় গুরুত্ব দেবে— এ আশায় তৈরি ‘প্রলয় গ্যাং’

    প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    ধার করে চলছে ৭৪% গরিব: জরিপ

    শুল্কায়নে দাম বাড়ায় খেজুর খালাসে ব্যাঘাত, দাম বাড়ার শঙ্কা

    প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আ.লীগপন্থী আইনজীবীর আইনি নোটিশ