গাজীপুরের টঙ্গীতে ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ৭০০ ইয়াবা ও নগদ ২২ হাজার টাকা, একটি মোবাইল ও দুইটি সিম কার্ড জব্দ করা হয়।
গতকাল বুধবার রাতে টঙ্গীর দত্তপাড়া শৈলারগাতী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী জেলার মনোহরদী থানার পাইকান গ্রামের দুলাল মন্ডলের ছেলে আল আমিন উজ্জ্বল (৩৪), ময়মনসিংহ জেলার ঘামাই গ্রামের শফিকুল ইসলামের ছেলে জুয়েল মিয়া (২৮), গাজীপুর জেলার শ্রীপুর থানার বাজার এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে শাহীন (২৬) ও নোয়াখালী জেলার ইনবাগ থানার মৃত সাহাব উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম তুহিন (৩০)।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা-পুলিশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার রাতে টঙ্গীর দত্তপাড়া দত্তপাড়া এলাকায় একদল মাদক কারবারি মাদকদ্রব্য বেচাকেনার করছে এমন তথ্য পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১ হাজার ৭০০ ইয়াবা ও নগদ টাকা জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশের করা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চার মাদককারি বিক্রির উদ্দেশে আনা মাদকদ্রব্যে দায় স্বীকার করেছেন। টেকনাফ থেকে মাদকদ্রব্য (ইয়াবা) এনে টঙ্গী ও তার আশপাশের এলাকায় বিক্রি করতেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গ্রেপ্তাকৃতরা চিহ্নিত মাদক কারবারি। তবে রাজধানীর ও টঙ্গীসহ চারটি থানায় আল আমিনের বিরুদ্ধে ১৬টি মাদক মামলা রয়েছে। এ ছাড়া মাদক কারবারের ব্যবহৃত একটি মোবাইল ও দুইটি বিকাশ সিম কার্ড জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম, সহকারী উপপুলিশ কমিশনার মেহেদী হাসান দীপু, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামসহ প্রমূখ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে