Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

কয়েক ছত্র

মিথ্যার বোমা

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৪:১৫

বিজন সাহা ইউক্রেনের সঙ্গে রাশিয়াকে যুদ্ধে নামানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনার অনেকগুলো কারণের একটি ছিল নর্ড স্ট্রিম-২। (রাশিয়া থেকে জার্মানিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহের পাইপলাইন) গত শতাব্দীর সত্তরের দশকে জার্মানি আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে গ্যাস সরবরাহের চুক্তি হলে, মার্কিন যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ছিল। কেননা, সোভিয়েত ইউনিয়নের সস্তা গ্যাস জার্মানির শিল্প বিকাশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিযোগিতা করার পথ খুলে দেয়। ফলে যখনই রাশিয়া ও জার্মানির সঙ্গে কোনো রকম অর্থনৈতিক, বিশেষ করে তেল ও গ্যাসের ব্যাপারে চুক্তি হয়েছে, তখনই বিভিন্নভাবে সেটা বন্ধ করার চেষ্টা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নর্থ স্ট্রিম-১ এ ক্ষেত্রে ব্যতিক্রম ছিল না। কিন্তু তখন জার্মানির শাসকেরা যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন আর এর ফলে সে সময় পাইপলাইন তৈরি হয়েছে বাল্টিক সাগরের নিচ দিয়ে। ইউক্রেন আর বেলারুশ সোভিয়েত ইউনিয়নের অংশ বিধায় সে সময় পাইপলাইনগুলো এসব দেশের ওপর দিয়েই তৈরি করা হয়। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন ও বেলারুশ সুযোগ পেলেই ট্রানজিট নিয়ে ঝামেলা করত। এমনকি ইউক্রেন ইউরোপের অন্য সব দেশের জন্য সরবরাহকৃত গ্যাস চুরি করত।

শিল্পের বিকাশের ফলে ইউরোপ, বিশেষ করে জার্মানি আরও বেশি বেশি গ্যাস কিনতে শুরু করে। আর এ জন্য ট্রানজিটের ক্ষেত্রে ইউক্রেনের স্যাবোটাজ মিনিমাইজ করতে বাল্টিক ও ব্ল্যাক সির নিচ দিয়ে যথাক্রমে নর্ড ও সাউথ স্ট্রিমের প্রকল্প গ্রহণ করে রাশিয়া। অন্য দিকে ‘শেল’ গ্যাসের উৎপাদন বাড়লে মার্কিন যুক্তরাষ্ট্রও ইউরোপের বাজারের জন্য মরিয়া হয়ে ওঠে। একসময় বুলগেরিয়ার মাধ্যমে সাউথ স্ট্রিমের কাজ স্থগিত রাখা হয়। কিন্তু জার্মানি নিজের স্বার্থে নর্ড স্ট্রিম কিছুতেই বন্ধ করতে রাজি হয় না। ফলে দরকার ছিল এমন কিছু করা, যাতে এই প্রকল্প বন্ধ হয়ে যায়। তাই রাশিয়াকে যুদ্ধে নামানো হয়। এ ছাড়া বাইডেন হুমকি পর্যন্ত দেন যে নর্ড স্ট্রিম-২ কিছুতেই চালু হতে দেবেন না।

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর নর্ড স্ট্রিমে সন্ত্রাসী হামলা হয়। এর অর্থনৈতিক ও ইকোলজিক্যাল বা বাস্তুসংস্থানের ক্ষতি অপরিসীম ছিল। ফলে ওই এলাকার সামুদ্রিক প্রাণীর অর্ধেক ধ্বংস হয়ে যায়। এ কারণে পরিবেশের ওপর এর সুদূরপ্রসারী প্রভাব দেখবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তবে এ নিয়ে পরিবেশবাদীদের মাথাব্যথা নেই। কারণ, ওয়াশিংটন থেকে অর্ডার আসেনি। প্রবলতার দিক থেকে এটা টুইন টাওয়ারের বিস্ফোরণকে ছাড়িয়ে গেছে।

ঘটনার পরপরই পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর দায় চাপানোর চেষ্টা করেছে। ইউরোপকে গ্যাস থেকে বঞ্চিত করতে রাশিয়া নিজেদের পাইপলাইন নিজেরাই ধ্বংস করেছে। তবে যুক্তিবাদী মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে। রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক নির্ভরতার পাশাপাশি জ্বালানি যোগ হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ইউরোপের নির্ভরতা আরও বেড়েছে। ফলে এই হামলার পেছনে তার স্বার্থ ও হাত দুটোই জড়িত—এমন ভাষ্য আগেই ছিল।

কিছুদিন আগে পুলিৎজার বিজয়ী সাংবাদিক সেইমুর হেরস দাবি করেছেন, বাইডেন ও তাঁর ঘনিষ্ঠ চক্র এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত। তিনি তথ্য-প্রমাণসহ এই অভিযোগ তুলেছেন। যদিও কে তাঁকে এ খবর দিয়েছে, সেটা প্রকাশ করেননি। মার্কিন যুক্তরাষ্ট্র সেটা স্বাভাবিক কারণেই অস্বীকার করেছে। কিন্তু দুই দিন আগে তারা ইউক্রেনকে দোষী করেছে। বলেছে, ইউক্রেনকে সমর্থনকারী এক বা একাধিক গ্রুপ এর সঙ্গে জড়িত। তবে তাদের সঙ্গে জেলেনস্কির সম্পর্ক নেই। বাইডেন নিজেও এই সমর্থনকারীদের একজন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র জানাল, অনেক আগেই তাদের কাছে এসব তথ্য ছিল। তারা এমনকি হামলার আগে জার্মানিকে হুঁশিয়ার করে দিয়েছিল। এসব থেকে একটা সত্যই বেরিয়ে আসে–অনেক কিছুর মতোই মিথ্যে বলাতেও মার্কিন যুক্তরাষ্ট্র আজকাল খুব একটা সুবিধা করতে পারছে না, মিথ্যাটাও দুই নম্বরি হয়ে যাচ্ছে বিশ্ববাসীর কাছে। আর একেই বলে পতন।

বিজন সাহা, শিক্ষক ও গবেষক

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    সেই হেলিকপ্টারে বসে বঙ্গবন্ধু চোখের জল ফেলেছেন

    এগিয়ে যেতেই হবে

    স্বাধীনতার বায়ান্ন বছর: অর্জন ও অন্তরায়

    সেই এক মার্চ এসেছিল

    বাংলাদেশের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি: কত দূরে

    টুপি-পায়জামা-চাপকান

    ‘হাসানাতের চামচা’ বলায় এমপির সামনে আ. লীগ নেতাকে মারধর, বহিষ্কার ৩ 

     ৫১৭ রানের ম্যাচে বিশ্বরেকর্ড গড়া জয় দক্ষিণ আফ্রিকার 

    রমজানে সৌদি আরবে অমুসলিমেরাও যে কারণে রোজা রাখেন

    বুড়িচংয়ে যুবককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

    দুর্গাপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার ৭ 

    ধামরাইয়ে ওয়ার্ড আ. লীগের সভাপতির ওপর হামলা, থানায় মামলা