অপহরণের ২৪ ঘণ্টা পর কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের মাহাবুবুর রহমান (৩৫) নামের এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ক্যাম্প-৯ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাহবুব বালুখালী ক্যাম্প-৮-এর আবু শামার ছেলে।
ওসি জানান, বালুখালী ক্যাম্প-৮-এর বাসিন্দা মাহবুবকে গতকাল ক্যাম্প-৫-এর শ্বশুরবাড়ি থেকে দুর্বৃত্তরা অপহরণ করে। নিখোঁজ থাকার ২৪ ঘণ্টা পর ক্যাম্প-৯ এলাকায় তাঁর মরদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, তাঁর শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে কোনো সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার সকালে ক্যাম্প-৮ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আবদুর রশিদ (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক নিহত হন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে