Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

জুনে বাজারে আসছে গুগলের ফোল্ডেবল স্মার্টফোন 

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৩:১৬

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত সাম্প্রতিক সময়ে স্যামসাংসহ অনেক স্মার্টফোন নির্মাতা কোম্পানি ফোল্ডেবল মোবাইল ফোন নিয়ে এসেছে। এরই মধ্যে ফোল্ডেবল ফোন এনেছে অপ্পো ও মটোরোলা। এবার ফোল্ডেবল ফোন নিয়ে আসছে গুগলও। যার নাম ‘পিক্সেল ফোল্ড’। অনলাইন ফাঁস হওয়া তথ্যমতে, আগামী জুনে বাজারে আসতে পারে গুগলের এই ফোল্ডেবল ফোন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ফোল্ড নিয়ে এই তথ্য অনলাইনে ফাঁস করেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইনফিউচারের প্রতিবেদক রোলান্ড কোয়ান্ড। তিনি বলেন, আগামী জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাজারে আসতে পারে গুগলের পিক্সেল ফোল্ড।  

গত মঙ্গলবার (১৪ মার্চ) কোয়ান্ড এক টুইটে লেখেন, পিক্সেল ফোল্ডে থাকতে পারে ২৫৬ জিবির মূল স্টোরেজ। আর ব্যবহারকারীর কাছে ডিভাইসটি আসবে কালো/ গাঢ় ধূসর বা সাদা রঙে। 

এর আগে বিভিন্ন সংবাদের বরাতে ভার্জ জানায়, ফোনের ডিসপ্লের আকার হবে পাঁচ দশমিক ৭৯ ইঞ্চি। আর এর ভেতরে থাকবে সাত দশমিক ৬৯ ইঞ্চি’র ফোল্ডেবল স্ক্রিন। আর এতে প্রসেসর হিসেবে থাকতে পারে গুগলের টেনসর চিপ। 

সম্প্রতি ফোল্ডেবল ফোন আনার সিদ্ধান্ত নিয়েছে ওয়ানপ্লাস। চাহিদা বিবেচনা করে চলতি বছরই ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দিল্লিতে আয়োজন করা হয়েছিল ‘ক্লাউড ১১’ ইভেন্ট। সেখানে দুটি ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করেছিল ওয়ানপ্লাস। ওই মডেল দুটিতে ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক সব প্রযুক্তি। এবার স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন ঘোষণা দিয়েছে ওয়ানপ্লাস। স্যামসাং, অপ্পো, মটোরোলাকে পাল্লা দিতে প্রথমবারের মতো ফোল্ডেবল ফোন আনতে চলেছে প্রতিষ্ঠানটি। সঠিক তারিখ ঘোষণা না করা হলেও ধারণা করা হচ্ছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে উন্মোচন হতে পারে ফোনটি।

ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট ও সিওও কিন্ডার লিউ ইন বলেন, ‘নতুন ফোল্ডেবল স্মার্টফোন আরও দ্রুতগতির ও ভালো অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের। ওয়ানপ্লাসের অন্যতম ফ্ল্যাগশিপ মডেলও হতে চলেছে এটি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  কম্পিউটারে স্ক্রিনশট নিলেও চুরি হতে পারে তথ্য

  আইফোন ১৫— এ ফাস্ট চার্জিংয়ে লাগবে অ্যাপলের নিজস্ব কেবল 

  চ্যাটবট বার্ডের জিমেইল ডেটায় প্রশিক্ষিত হওয়ার দাবি অসত্য: গুগল

  গুগল ক্রোমে সর্বনিম্ন ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মোছা যাবে 

  বিশ্বজুড়ে গুগলের পরিষেবায় বিভ্রাট

  চ্যাটজিপিটিতে ত্রুটি: ব্যবহারকারীদের তথ্য ফাঁস  

  সাতক্ষীরায় ঘের থেকে মৎস্যজীবীর মরদেহ উদ্ধার 

  ভারতের লোকসভার পদ হারালেন রাহুল গান্ধী 

  রেকর্ড ভাঙা হ্যারি কেইনকে কিংবদন্তি বললেন রুনি

  পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু 

  সাজার পরদিনই লোকসভায় রাহুল, রায়ের বিরুদ্ধে বিক্ষোভ বিরোধীদের

  ব্রাজিলে পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষ, নিহত ১৩