বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শীমুলতলা জেড এ ভুট্ট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বাসচাপায় এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় নলছিটির দপদপিয়া ইউপির জুরকাঠি নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
নিহতেরা হলো জেড এ ভুট্ট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তুর্জ ভট্টাচার্য (১৫) ও আকাশ দাস (১৮)। তাঁরা স্থানীয় খেজুরতলার কৃষিজীবী রিয়াজ হোসেনের বাড়ির ভাড়াটিয়া ছিল।
রিয়াজ হোসেন বলেন, ‘তুর্জ জেড এ ভুট্ট বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাথী ছিল। আর আকাশ তার ভাইয়ের সঙ্গে একটি বিস্কুটের কোম্পানির পণ্য সরবরাহের কাজ করত। আজ বৃহস্পতিবার সকালে তারা ভ্যানে স্কুলের কাছাকাছি এলে পটুয়াখালীগামী একটি বাস চাপা দেয়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যায়।’
ঘটনাস্থলে উপস্থিত বাকেরগঞ্জ থানার এসআই মাহমুদুল হাসন বলেন, ঘটনাটি ঘটেছে নলছিটি থানার মধ্যে। বাসচাপায় দুজন মারা যাওয়ার খবরে বিক্ষুব্ধ ছাত্র ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বাস ভাঙচুরের চেষ্টা চালায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান রলেন, ওই জায়গায় স্পিডব্রেকার স্থাপনের আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেছেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে