এই সময়ে অনেকে পাহাড়ে ঘুরতে যেতে চান। পাহাড়ের পথ উঁচু-নিচু। তাই সেখানে ভ্রমণ খুব একটা সহজ বিষয় নয়। ভ্রমণের সময় শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকতে হবে। পাহাড়ে ঘুরতে গেলে নিতে হবে প্রস্তুতি।
- ব্যাগ খুব বেশি ওজন যেন না হয়। কারণ, পাহাড়ি পথে মাইলের পর মাইল হাঁটতে হবে। সম্ভব হলে মোবাইল ফোন রাখা যায় এমন প্যান্ট বা টি-শার্ট ব্যবহার করতে পারেন। এতে সহজে পাহাড়ি পথে চলাফেরা করতে পারবেন। এ ছাড়া ব্যাগে রাখতে পারেন ক্যামেরা, টুপি, সানগ্লাস বা সানস্ক্রিন।
- পাহাড়ের পথ সমতল নয়। তাই জুতা হবে আপনার চলার পথের সঙ্গী। তা না হলে বিপদে পড়ার আশঙ্কা থাকতে পারে।
- পাহাড়ে ভ্রমণের সময় অবশ্যই মোবাইল ফোনের চার্জার আর পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন। পাহাড়ে সব জায়গায় বিদ্যুৎ না-ও থাকতে পারে।
- পাহাড়ে মশার কবলে পড়তে পারেন। এর কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য ক্রিম, অ্যারোসল কিংবা কয়েল রাখতে পারেন। হাতে-পায়ে লোশন লাগিয়ে বাইরে যেতে পারেন। এতে মশার কামড় সরাসরি চামড়ায় লাগবে না।
- পাহাড়ে বিশুদ্ধ পানির সংকটে পড়তে পারেন। তাই সঙ্গে রাখুন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। সঙ্গে রাখবেন প্রয়োজনীয় ওষুধ, খাওয়ার স্যালাইন।
- পাহাড়ে যেতে অনেক জায়গায় অনুমতি দরকার হয়। তাই আগে থেকে অনুমতি নিয়ে রাখবেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে