Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

এসপির নামে ফেসবুক আইডি খুলে প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১২:১৭

প্রতীকী ছবি জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ওই ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে রফিকুল ইসলাম বাবলু নামে এক আমেরিকাপ্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এসপি।

আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে জামালপুর সদর থানায় তিনি ডায়েরিটি করেন।

রফিকুল ইসলাম বাবলু ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাছিমা গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি সপরিবারে দীর্ঘদিন থেকে আমেরিকায় বসবাস করে আসছেন।

এ বিষয়ে এসপি নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘কে বা কারা আমার নাম ও ছবি ব্যবহার করে রফিকুল বাবলু নামে আমেরিকার এক প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে ওই প্রবাসীর পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকিও দেওয়া হয়েছে। এ নিয়ে রফিকুল বাবলু তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। সেই প্রেক্ষিতে একটি জিডি করেছি।’

এদিকে জিডি ছাড়াও বিষয়টি সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানা পুলিশ সুপার।

আমেরিকাপ্রবাসী রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘এসপি নাছির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করা একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে কল দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা না দিলে বাংলাদেশে থাকা আমার পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকি দেওয়া হয়। ইসলামপুর থানা থেকে আমার গ্রামের বাড়িতে পুলিশও গিয়েছিল।’

এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ‘খোঁজখবর নিতে আমরা আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম বাবলুর গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে তথ্য নিয়েছি।’

উল্লেখ্য, এর আগেও এসপি নাছির উদ্দিন আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করা হয়েছিল। এ নিয়ে ২০২২ সালের ১৪ নভেম্বর এসপি নাছির উদ্দিন আহমেদ জামালপুর সদর থানায় জিডি করেছিলেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    নাটোরে শ্রমিকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরকীয়ার জেরে হত্যা

    ইবিতে কাল থেকে ৪০ দিনের ছুটি 

    শান্তিগঞ্জে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, তরুণ গ্রেপ্তার

    ইবিতে ব্যাচ-ডে অনুষ্ঠানে হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন

    সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: পরের শুনানি ২৮ মার্চ 

    ঝালকাঠিতে আগুনে পুড়ল ৬টি দোকান 

    নাটোরে শ্রমিকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরকীয়ার জেরে হত্যা

    র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুশফিক-উইলিয়ামসন 

    ইবিতে কাল থেকে ৪০ দিনের ছুটি 

    শান্তিগঞ্জে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, তরুণ গ্রেপ্তার

    ইবিতে ব্যাচ-ডে অনুষ্ঠানে হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন

    সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: পরের শুনানি ২৮ মার্চ