Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

আওয়ামী লীগ প্যাথলজিক্যাল চোর: মির্জা ফখরুল

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৭:৫৪

মোশাররফ হোসেনের লেখা গ্রন্থ প্রকাশনা উপলক্ষে সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা সুপ্রিম কোর্টের আইনজীবীদের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘প্যাথলজিক্যাল চোর’ বলে অভিহিত করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) একমাত্র লক্ষ্য হচ্ছে চুরি। আমরা তো ভোট চোর, ভোট চোর বলি। জাতীয় নির্বাচনে ভোট চুরি করে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট চুরি করে। এখন সুপ্রিম কোর্টে ভোট চুরি করছে।’

আওয়ামী লীগের উদ্দেশে ফখরুল বলেন, ‘আসলে এরা (আওয়ামী লীগ) হচ্ছে প্যাথলজিক্যাল চোর। চুরি ছাড়া এদের আর কোনো কিছু নাই। চুরি করে এরা চলে, চুরি এদের নেশা-পেশা ... সবই হচ্ছে চুরি। দেশকে তো ওরা চুরি করে ফোকলা করে দিয়েছে। বিদ্যুৎ খাতকে এমন চুরি করেছে, ওখানে এখন কিছু আছে বলে মনে হয় না।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘গত রাতে সর্বোচ্চ যে আদালত, সেই আদালতের আইনজীবীদের নির্বাচনে ফলস ব্যালট পেপার ছাপিয়ে সেখানে যখন ব্যালট পেপারে সিল মারছিল, সে সময়ে সেটাকে ধরে ফেলার কারণে সেখানে প্রচণ্ড রকমের গোলযোগ হয়েছে। আমাদের যিনি সাতবার সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সেক্রেটারি ছিলেন, তাঁকে তারা আঘাত করেছে এবং তাঁর নামসহ আরও এক হাজার আইনজীবীর বিরুদ্ধে মামলা করেছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের লেখা গ্রন্থ ‘আমার রাজনীতির রোজনামচা’ প্রকাশনা উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

গ্রন্থের লেখক খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দীর্ঘ সময় চেষ্টা করছি লেখনীর মাধ্যমে আমার নিজের অভিজ্ঞতা, নিজের যে চিন্তা-চেতনা, নিজের কর্মকাণ্ডগুলো ফুটিয়ে তুলতে। সে জন্য বই লেখা। আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলাম, এখন রাজনীতিবিদ। আমাদের দেশের রাজনীতিবিদেরা আসলে রাজনীতি নিয়ে এত ব্যস্ত থাকেন, ক্ষমতায় থাকলে রাষ্ট্র চালানো, বিরোধী দলে থাকলে জেল-জুলুম-নির্যাতনে পালিয়ে থাকা। লেখার সময় কোথায়? তবে জেলে থাকার সময় লেখালেখির কাজ বেশি করেছি। আমি শুধু চেষ্টা করেছি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার দৃঢ় বিশ্বাস, এটা কাজে লাগবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খন্দাকার মারুফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, অধ্যাপক আব্দুল কুদ্দুস, কবি আবদুল হাই শিকদার, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ, অবসরপ্রাপ্ত বিচারক নুর মোহাম্মদ জাহাঙ্গীর, অবসরপ্রাপ্ত কর কর্মকর্তা ড. সাজ্জাদ হোসেন ভুঁইয়া এবং অনন্যার প্রকাশক মনিরুল হক বক্তব্য দেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সরকার ভিন্নমত দমনের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে: গণঅধিকার পরিষদ

    ১/১১-র কুশীলবরা ফের সক্রিয়, নেতা-কর্মীদের সতর্ক থাকতে বললেন কাদের

    আগাম নির্বাচন করে জনগণকে বোকা বানাতে চায় সরকার: মির্জা ফখরুল 

    উদ্ধৃতিটি দিনমজুরের, নাকি প্রথম আলোর, প্রশ্ন কাদেরের

    এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি: আমীর খসরু

    বিএনপির ইফতারে সাংবাদিকদের মারধর, আওয়ামী লীগকে দুষলেন ফখরুল

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ