টাঙ্গাইলের বাসাইলে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় জুলহাস মিয়া (৫০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ মার্চ) সকালে বাসাইল পৌরসভার কুমারজানী এলাকার টাঙ্গাইল-নলুয়া সড়কের পাশের খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অটোরিকশাটি ছিনতাইয়ের করার জন্য চালককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়েছেন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, জুলহাস টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী গ্রামের বাসিন্দা। সড়কের পাশে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনিয়ে নিতে তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তারা মরদেহটি ফেলে যায়।
মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে