Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১০:৩০

ফাইল ছবি দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমবে এবং চলমান তাপপ্রবাহও কিছুটা কমবে।

আবহাওয়াবিদ শরীফুল নেওয়াজ কবির আজকের পত্রিকাকে বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বিচ্ছিন্নভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিতে দেশে চলমান তাপপ্রবাহ কিছুটা হলেও কমবে।

শরীফুল নেওয়াজ কবির বলেন, আজ বুধবার ভোরে ঢাকা, সিলেটসহ দেশের কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে। সারা দিনই দেশের প্রায় সব জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে ঢাকায় বৃষ্টি হতে পারে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ফলে যশোর ও কুষ্টিয়া, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এ ছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ৩৪ দশমিক ৩, রাজশাহীতে ৩৪ দশমিক ৬, রংপুরে ৩৩, ময়মনসিংহে ৩২ দশমিক ৩, সিলেটে ৩৩, চট্টগ্রামে ৩০, খুলনায় ৩৩ দশমিক ৫ এবং বরিশালে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে একপশলা বৃষ্টি

  বৈরী আবহাওয়া আরও ৩ দিন থাকতে পারে 

  বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা, কৃষকদের সতর্ক থাকার পরামর্শ

  কলকারখানার বিষাক্ত গ্যাস যেভাবে মাটি থেকে কার্বন নিঃসরণ বাড়াচ্ছে

  চরম উচ্চ তাপমাত্রা: আর্জেন্টিনায় পানি মিলছে কম, খরায় হুমকিতে কৃষি

  ফের বাড়তে পারে শীত, বইতে পারে মৃদু শৈত্যপ্রবাহ

  মনিরামপুরে মাটির স্তূপে মিলল বাক্সবন্দী গুলি ম্যাগাজিন 

  দুর্দান্ত সেঞ্চুরিতে শুরু তামিমের

  চবিতে ডাইনিংয়ের খাবারের দাম এক লাফে বাড়ল ১০ টাকা, শিক্ষার্থীদের ক্ষোভ

  চবিতে ডাইনিংয়ের খাবারের দাম এক লাফে বাড়ল ১০ টাকা, শিক্ষার্থীদের ক্ষোভ

  বাক্‌স্বাধীনতা ভোগ করে বিএনপি মনগড়া অপপ্রচার করছে: কাদের

  বাউফলে ২ স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ২