Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

স্ত্রী-শাশুড়ি-শ্যালিকাকে গ্রেপ্তারের পর মাটি খুঁড়ে মিলল প্রবাসীর লাশ

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৯:১৮

দুবাই মনছুর আলী (২৭)। ছবি: সংগৃহীত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে নিখোঁজের ১৪ দিন পর মাটি খুঁড়ে মনছুর আলী (২৭) নামে এক দুবাই প্রবাসীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবাসীর স্ত্রী-শাশুড়ি-শ্যালিকাকে গ্রেপ্তারের পর তাঁদের তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পুটিবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলার পাহাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

প্রবাসী মনছুর আলী একই ওয়ার্ডের পহরচান্দা ফকির হাট এলাকার ফরিদ আহমদের ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে।

মনছুরের বড় ভাই খোরশেদ আলম জানান, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ সন্ধ্যায় আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বন্ধ ছিল তাঁর ব্যবহৃত মোবাইলটিও। নিখোঁজের পর থেকে তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। গত ২ মার্চ তাঁর বোন বুলু আক্তার থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার মাটি খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করা হলো।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, পুটিবিলা ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে অজ্ঞাতনামা ৪ / ৫ জন লোক সিএনজি চালিত অটোরিকশাযোগে মনছুর আলীকে অপহরণ করে নিয়ে যায়। আর্থিক লেনদেন, অনৈতিক সম্পর্কের সন্দেহ ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনছুর আলীর বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে মনছুর আলীকে অপহরণ করা হয়েছে—তদন্তে এমন তথ্য পায় পুলিশ।

স্ত্রী-শাশুড়ি-শ্যালিকাকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা ওই তথ্যের সূত্র ধরে গতকাল সোমবার রাতে প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (২৩), শাশুড়ি ছায়েরা খাতুন (৪৭) ও শ্যালিকাকে (১৬) গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁরা জিজ্ঞাসাবাদে মনছুর আলীর অবস্থান সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য দেন। এরপর অভিযান চালিয়ে মাটি খুঁড়ে প্রবাসীর লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।

ওসি আরও জানান, লাশের সুরতহালকালে মাথার ডান পার্শ্বে বড় ধরনের কাটা জখম, মৃতের দুই কান, নাক, মুখ এবং থুতনি শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মামলাটি তদন্তাধীন এবং ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এদিকে লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে প্রবাসীর লাশ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যার পর মাটিতে পুতে ফেলা হয়েছিল।’

এসআই আরও বলেন, ‘মনছুরের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত 

    শ্যামনগরে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

    হোমনায় ৯ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি 

    গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

    তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আটক

    চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ

    ইফতারের ৫ সুন্নত

    লবণপানিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মরণফাঁদ

    ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুরের মৃত্যু 

    গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    কানাডার রেল স্টেশনে নামাজ পড়তে নিষেধ করলেন নিরাপত্তারক্ষী