Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ভূমধ্যসাগরে নৌকাডুবি: উদ্ধার ১৭ জনের সবাই বাংলাদেশি, নিখোঁজ ৩০ 

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৫:৩৮

মাত্র তিন দিনে সাড়ে ৪ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছে। ছবি: টুইটার ভূমধ্যসাগরে অভিবাসীবাহী সর্বশেষ নৌকাডুবির পর গতকাল সোমবার ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩০ জন। ইতালির স্থানীয় পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধার করা ১৭ জন অভিবাসীর সবাই বাংলাদেশের নাগরিক।

ইতালির সংবাদমাধ্যম নিউজওয়্যার এএনএসএ জানিয়েছে, উদ্ধার করা ব্যক্তিদের ইতালির সিসিলি দ্বীপের পোজালো শহরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সবাই মূলত বাংলাদেশি।

ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, লিবিয়া থেকে অভিবাসীদের নিয়ে নৌকাটি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির দিকে যাচ্ছিল। খারাপ আবহাওয়ার কবলে পড়ে রোববার নৌকাটি ডুবে যায়। এখনো ৩০ জন নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

অ্যালার্ম ফোন নামের একটি দাতব্য সংস্থা অভিযোগ করে বলেছে, ‘দুর্ঘটনার কবলে পড়ার পর ওই নৌকা থেকে গত শনিবার কেউ একজন আমাদের ফোন করেছিল। আমরা বিষয়টি বারবার ইতালির কোস্ট গার্ডকে জানালেও তারা সময়মতো উদ্ধারকর্মীদের সেখানে পাঠায়নি।’

ইতালির উপকূলরক্ষীরা বলেছে, নৌকাডুবির ঘটনাটি ইতালীয় অনুসন্ধান ও উদ্ধার সীমানার (এসএআর) বাইরে ঘটেছে। তবে পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, নৌকাডুবি এড়াতে যথাসাধ্য চেষ্টা করছে ইতালির কর্তৃপক্ষ।

মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস নামের অপর এক অলাভজনক সংস্থা বলেছে, নৌকাটি লিবিয়ার বেনগাজি বন্দর থেকে প্রায় ১১০ মাইল উত্তর-পশ্চিমে ডুবে গেছে। অন্যদিকে জার্মানির অলাভজনক সংস্থা সি-ওয়াচের শেয়ার করা একটি টেলিফোন কথোপকথন থেকে জানা গেছে, ওই সময়ে বেনগাজি থেকে পাঠানোর মতো কোনো টহল নৌকা ছিল না বলে লিবিয়ান জয়েন্ট রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের একজন ডিউটি অফিসার বলেছিলেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ইতালির দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপ ক্যালাব্রিয়ার কাছে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সময়মতো উদ্ধারকারীদের না পাঠিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইতালি সরকার। গত বছরের অক্টোবরে অভিবাসীদের ইতালি আসা ঠেকানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে ইতালির বর্তমান ডানপন্থী সরকার।

কিন্তু সরকার ক্ষমতায় বসার পর ঘটেছে উল্টো ঘটনা। ইতালিতে অভিবাসনপ্রতাসীদের আগমন বেড়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি অভিবাসী সমুদ্রপথে ইতালিতে গেছেন। গত বছরের এই সময়ে সংখ্যাটি ছিল মাত্র ৬ হাজার ১৫০। মাত্র এক বছরের ব্যবধানে ইতালিতে অভিবাসীদের যাওয়া বেড়েছে প্রায় তিন গুণ। শুধু ৯ থেকে ১১ মার্চ পর্যন্ত মাত্র তিন দিনে সাড়ে ৪ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রাশিয়ার মধ্যস্থতায় সম্পর্ক পুনঃস্থাপনে সৌদি-সিরিয়া আলোচনা

    ইউক্রেন যুদ্ধ দীর্ঘ করতে না চাইলে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দিন, ইউরোপকে জেলেনস্কি

    বাখমুতে শিগগিরই বড় ধরনের পাল্টা আক্রমণে যাবে ইউক্রেন

    মার্কিন রণতরি তাড়ানোর দাবি চীনের, অস্বীকার যুক্তরাষ্ট্রের

    যুক্তরাষ্ট্রে দুই স্কুলকর্মীকে গুলি করে পালাল শিক্ষার্থী

    কিয়েভের কাছে রুশ ড্রোন হামলা, নিহত ৪

    চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন নোমান

    ইফতারের ৫ সুন্নত

    লবণপানিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মরণফাঁদ

    ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুরের মৃত্যু 

    গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    কানাডার রেল স্টেশনে নামাজ পড়তে নিষেধ করলেন নিরাপত্তারক্ষী