Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

শান্তিতে ঘুমাচ্ছে পাকিস্তান, রশিদের ক্ষোভ

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৫:০৩

অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দেওয়ায় খেপেছেন রশিদ লতিফ। ছবি: সংগৃহীত বাবর আজম, শাহিন শাহ আফ্রিদির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এমন সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেননি রশিদ লতিফ। উল্টো পিসিবির ওপর ক্ষোভ ঝেরেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হলেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ সামনে রেখে শাদাব খানকে অধিনায়ক ঘোষণা করে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। বাবর, শাহিন তো নেই-ই, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হারিস রউেফ—এঁরাও নেই এই ১৫ সদস্যের দলে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে এই পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে পিসিবি।

অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া পিসিবির দল ঘোষণা করা মানতেই পারছেন না রশিদ। যেখানে ২০২২ স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন বাবর ও ২০২১ সালে এই পুরস্কার পেয়েছিলেন শাহিন। পিসিবির প্রধান নাজাম শেঠি, প্রধান নির্বাচক হারুন রশিদকে কাঠগড়ায় দাঁড় করিয়ে লতিফ বলেন, ‘দীর্ঘদিন পর আমাদের খেলোয়াড়দের আইসিসি র‍্যাংকিংয়ে দেখা যাচ্ছে। পুরস্কারও তারা জিতছে। বাবর ও শাহিন আইসিসি পুরস্কার জিতেছে। তাদের (পিসিবি) এটা হজম হচ্ছে না। তাঁদের দাবি যে তাঁরা তা হতে দেবেন না এবং এখন থেকে সিদ্ধান্ত তাঁরাই নেবেন। ৭০-৮০ বছর বয়সী যাঁদের বিশ্রাম নেওয়া দরকার, তাঁরাই এখন পাকিস্তান ক্রিকেটের ভাগ্য নির্ধারণ করছে। আমাদের দল এখন শান্তিতে ঘুমাচ্ছে এটা আপনারা বলতেই পারেন।’

২৪ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান-আফগানিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই হবে শারজায়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    জেসুসের জোড়ায় শীর্ষস্থান আরও মজবুত আর্সেনালের

    নেইমারদের কোচ হওয়ার প্রস্তাব স্বীকার করলেন আনচেলত্তি

    দিল্লির একাদশে নেই মোস্তাফিজ

    ম্যানচেস্টার সিটির কাছে ধরাশায়ী লিভারপুল

    বার্সা তারকার বাবার কথায় পাত্তা দিচ্ছেন না জাভি

    পিএসএলকে ‘কপি’ করে বিদ্রূপের শিকার আইপিএল

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ