ইংলিশ ফুটবলে তো বটেই, বিশ্ব ফুটবলেও নর্থওয়েস্ট ডার্বির আলাদা একটা আবেদন আছে। ইতিহাস ও ঐতিহ্যে লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেডের ধ্রুপদী দ্বৈরথ মানেই ভিন্ন কিছু। আজ রাতে চলতি মৌসুমে দ্বিতীয়বার মুখোমুখি ‘দুই রেড’। প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা রেড ডেভিলদের নিজেদের মাঠ অ্যানফিল্ডে আতিথেয়তা দেবে অল রেডরা।
গত মৌসুমে কোয়াড্রপল জয়ের স্বপ্ন দেখা ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা এবার যেন শিরোপা জয়ের স্বপ্নই ভুলে গেছে! উল্টো চিত্র ওল্ড ট্রাফোর্ডে। তাদের নতুন কোচ এরিক টেন হাগের অধীনে দুর্দান্ত ফুটবল খেলছে ইউনাইটেড। গত সপ্তাহে নিউক্যাসলকে হারিয়ে কারাবো কাপ জিতেছে তারা। ২০১৭ সালের পর এটাই তাদের প্রথম শিরোপা।
এর আগের দেখায় ওল্ড ট্রাফোর্ডে ২-১ গোলে হেরেছিল লিভারপুল। আজ সেই হারের প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবেন কোচ ক্লপ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে