বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ

আপডেট : ০১ মার্চ ২০২৩, ২০:৩৯

গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদ। ছবি: সংগৃহীত ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। গত ডিসেম্বরে খাদ্য গুদাম থেকে ১৯ টন ৮০ কেজি চাল উত্তোলন করলেও এত দিন তা বিতরণ করেননি তিনি। আজ বুধবার ইউনিয়ন পরিষদে চাল নিতে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও না পেয়ে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কার্ডধারী নারীরা।

সরেজমিনে দেখা গেছে, সহনাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ভিজিডির সুবিধাভোগী নারীরা কার্ড নিয়ে অপেক্ষা করছেন। দুপুর পেরিয়ে গেলেও তাদের চাল দেওয়া হয়নি। দুপুর ১২টা থেকে কয়েকজনকে চাল দেওয়ার পর পরিষদের পক্ষ থেকে জানানো হয় চাল শেষ, বাকিদের পরে দেওয়া হবে। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন সেখানে উপস্থিত ছিলেন। 

কার্ডধারী নারী মঞ্জুরা আক্তার ও আঙ্গুরা বেগম বলেন- ‘সকাল থেকে চালের জন্য দাঁড়িয়ে আছি। কয়েকজনকে দিয়ে এখন বলে চাল নাই।’ এ ছাড়া একাধিক নারী অভিযোগ করেন- ‘দুই মাসের ৬০ কেজি চালের পরিবর্তে ইউপি চেয়ারম্যান কয়েকজনকে গত ১৯ ফেব্রুয়ারি মাত্র ১ হাজার ২০০ টাকা করে দিয়েছেন, যা এক মাসের চালের মূল্য। এখন বাকি চাল নিতে আসলে আমাদের ধমকা-ধামকি করেছেন তিনি।’

গৌরীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সহনাটি ইউনিয়নে ৩২৮ জন ভিজিডির কার্ডধারী সদস্য রয়েছেন। তাঁদের গত বছরের নভেম্বর ও ডিসেম্বরের চাল দেওয়া হয়নি। দুই মাসের জনপ্রতি ৬০ কেজি করে চাল পাওনা রয়েছে তাঁদের। 

গৌরীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ বাবুল মিয়া জানান- গত ডিসেম্বরের ২০ তারিখ সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল নভেম্বর ও ডিসেম্বরের চাল উত্তোলন করেছেন। দুই মাসের ১৯ টন ৮০ কেজি চাল উত্তোলন করেছেন তিনি। 

এ বিষয়ে সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল বলেন- গত বছরের জুলাই থেকে ভিজিডির চাল উত্তোলন ও বিতরণের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে ইউপি সচিব করেছেন। দুই মাসের চাল কখন কীভাবে বাকি পড়েছে বুঝতে পারছেন না। ইতিমধ্যে ২৮২ জনকে চাল দিয়েছেন তিনি। বাকি চাল শিগগিরই দিয়ে দেবেন। 

গৌরীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন বলেন- সহনাটির ইউপি চেয়ারম্যান গত ডিসেম্বরে দুই মাসের চাল উত্তোলন করলেও এত দিন বিতরণ করেননি তিনি। নানা টালবাহানায় কালক্ষেপণ করেছেন। বুধবার দুপুর ১২টায় চাল বিতরণ শুরু হলে ৩৫ জনকে দেওয়ার পর চাল শেষ হয়ে যায়। পরে আরও কিছু চাল নিয়ে আসেন চেয়ারম্যান। এদিন মোট ৪৬ জন কার্ডধারী ভিজিডির চাল পেয়েছেন। বাকি চাল আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল। 

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন বলেন- চাল বিতরণে অনিয়মের বিষয়টি তিনি শুনেছেন। চালের পরিবর্তে টাকা বিতরণের কোনো সুযোগ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। ২৮২ জনকে চাল দিয়েছেন বলে তিনি জানিয়েছেন, বাকি চাল শিগগিরই বিতরণ করবেন। ভিজিডির চাল বিতরণে কোনো অনিয়ম হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মাদক মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন 

    হোমনায় এক রশিতে মা ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের আগুনে দগ্ধ হোটেল ম্যানেজারের মৃত্যু

    এবার জনগণ সরকারের লাইন কেটে দেবে: আসাদুল হাবিব দুলু

    সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

    পাবনায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ, হাবিবসহ আহত ১০ 

    মাদক মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন 

    বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু: পেস্ট কন্ট্রোল কোম্পানির এমডি-চেয়ারম্যান রিমান্ডে

    হোমনায় এক রশিতে মা ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সেনা সদস্যের মৃত্যু: জামিন পেলেন সিসিকের দুই প্রকৌশলী ও ঠিকাদার

    জাতীয় চিড়িয়াখানায় হায়নার থাবায় হাত হারাল শিশু

    পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের আগুনে দগ্ধ হোটেল ম্যানেজারের মৃত্যু