বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

এনইসি সভায় ২ লাখ ২৭ হাজার কোটির সংশোধিত এডিপি অনুমোদন

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৫:৩৫

এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত অর্থবছরের অর্ধেকের বেশি সময় পার হলেও কাঙ্ক্ষিত গতি নেই উন্নয়ন বাজেটে। গত সাত মাসে মন্ত্রণালয়গুলোর উন্নয়নকাজ বাস্তবায়নের হার গত এক যুগে সর্বনিম্নে নেমেছে। এই অবস্থায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমানো হয়েছে। কাটছাঁটের পর ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকায় নেমেছে সংশোধিত এডিপি। 

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি বা আরএডিপি অনুমোদন করা হয়। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, চলিত অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। সংশোধিত এডিপির আকার দাঁড়াচ্ছে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকা। প্রকল্প সাহায্য অংশ ৯৩ হাজার কোটি টাকা থেকে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমে ৭৪ হাজার ৫০০ কোটি টাকা হয়েছে।

তবে দেশীয় অর্থায়নের (জিওবি) অংশ এক লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকাই থাকছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। এর বাইরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অর্থায়নে কিছু প্রকল্প রয়েছে, সেগুলোর অর্থায়ন যোগ করলে এডিপির মোট আকার দাঁড়ায় ২ লাখ ৩৬ হাজার ৫৬০ কোটি টাকা। 

আরএডিপিতে প্রকল্প বেড়ে ১ হাজার ৬২৭টি হয়েছে। অর্থসংকটের এই সময়েও নতুন প্রকল্প যোগ হয়েছে ১৮২ টি। অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় রয়েছে ৬২৭ টি। গত সাত মাসে এডিপি বাস্তবায়ন ২৮ দশমিক ১৬ শতাংশ। বাস্তবায়নের এ হার গত এক দশকে সর্বনিম্ন। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    প্রণোদনা ছাড়াই চাঙা পুঁজিবাজার

    ২ হাজার টাকা কর বৈষম্যমূলক: সিপিডি 

    বাজেট বাস্তবায়নে প্রত্যেকটা জায়গায় হোঁচট খেতে হবে: সিপিডি

    আইএমএফের সঙ্গে কাজ করা ভালো, তবে তাদের কথায় বাজেট করিনি: অর্থমন্ত্রী

    প্রস্তাবিত বাজেট বাস্তবতাবিবর্জিত: সিপিডি

    দুদকের জন্য বরাদ্দ ১৮৫ কোটি টাকা

    এবার জনগণ সরকারের লাইন কেটে দেবে: আসাদুল হাবিব দুলু

    ভোটের সময় হয়রানিমূলক কোনো মামলা নয়: সংসদে আইনমন্ত্রী

    ওয়ানডে দিয়ে ফেরার অপেক্ষায় সাকিব 

    সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

    ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১১.৮৪ শতাংশ

    পাবনায় বিএনপির নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ, হাবিবসহ আহত ১০