বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

অ্যাপ বলে দেবে ভূমিকম্পের খবর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৬

আর্থকোয়েক  নেটওয়ার্ক ভয়াবহ ভূমিকম্পে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্ক ও সিরিয়া। একাধিকবার কম্পনের ফলে হয়েছে জীবন ও সম্পদের অপরিসীম ক্ষতি। ভূমিকম্পের পূর্বাভাস পাওয়ার চেষ্টা চলছে বহুদিন ধরে। কোনো কোনো অ্যাপ আগেভাগেই জানিয়ে দেবে ভূমিকম্প বিষয়ে সতর্কতা। 

লাস্ট কোয়েক
বিজ্ঞাপনমুক্ত ইন্টারফেস ব্যবহারের অভিজ্ঞতা পাওয়া যাবে এই অ্যাপে। ইউরো-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের অ্যাপ হিসেবে এটি স্বীকৃতি পেয়েছে। ব্যবহারকারীর এলাকার পাশে কোন কোন জায়গায় সম্প্রতি ভূমিকম্প হয়েছে, তার তাৎক্ষণিক খবর পৌঁছে দেয় এই অ্যাপ। দেশ, অঞ্চল, দূরত্ব এবং ভূমিকম্পের মাত্রার ভিত্তিতে এতে ফিল্টার সেট করা যাবে। এর সঙ্গে রয়েছে ম্যাপ ভিউ, যেখান থেকে খুঁজে পাওয়া যাবে পৃথিবীর কোথায় কোথায় ভূমিকম্প হয়েছে। পাওয়া যাবে নোটিফিকেশনও।

মাই আর্থকোয়েক অ্যালার্টস
পৃথিবীর যেকোনো প্রান্তের ভূমিকম্পের গতিপ্রকৃতি ট্র্যাক করা যায় এই অ্যাপ দিয়ে। আপনার এলাকায় যদি ভূমিকম্পের আশঙ্কা থাকে, তার সংকেত আগেভাগেই জানিয়ে দেবে অ্যাপটি। ব্যবহারকারী নিজেও ভূমিকম্পের নির্দিষ্ট মাত্রা সেট করে দিতে পারেন। সেই সীমা ছাড়ালেই আপনাকে সতর্ক করবে মাই আর্থকোয়েক অ্যালার্টস অ্যাপ। অঞ্চল, ম্যাগনিচিউড, লেআউট, টাইম ফ্রেমের মতো ফিল্টার ব্যবহার করে অ্যাপটি সেটআপ করা যাবে। এই অ্যাপের ফ্রি ভার্সনে বিজ্ঞাপন দেখানো হয়। বিজ্ঞাপনমুক্তভাবে ব্যবহার করতে চাইলে কিনতে হবে অ্যাপটির 
প্রো-ভার্সন।

মাইশেক
শুধু ব্যক্তিবিশেষকে নয়, একটি পুরো এলাকার মানুষের কাছে ভূমিকম্পের খবর পৌঁছে দিতে সাহায্য করে এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারী অন্য এলাকার ভূমিকম্পের খবরও জানতে পারবেন। ব্যবহারকারীদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সমীক্ষাও চালাবে অ্যাপটি। যেখান থেকে ঋদ্ধ হতে পারেন অন্যরাও। ফিল্টার ব্যবহারের সুবিধা এবং আশপাশে ভূমিকম্প হচ্ছে কি না, তা বোঝার জন্য সেন্সর ফিচার আছে এতে। 

আর্থকোয়েক নেটওয়ার্ক
ব্যবহারকারী যে এলাকায় থাকবেন, সেই এলাকার তাৎক্ষণিক সতর্কসংকেত পাওয়া যাবে এই অ্যাপ থেকে। সিসমিক নেটওয়ার্ক ফিচারের মাধ্যমে শেষ ২৪ ঘণ্টার রিপোর্ট পাওয়া যাবে। তবে একটি ইউনিক ফিচার রয়েছে অ্যাপটির। চাইলে নিজের এলাকার ভূমিকম্পের খবর পৌঁছে দেওয়া যাবে অন্য ব্যবহারকারীদের কাছে। এখানেও দেশ, অঞ্চল, দূরত্ব এবং ভূমিকম্পের মাত্রা, অর্থাৎ ম্যাগনিচিউডের ভিত্তিতে ফিল্টার সেট করা যাবে। পৃথিবীর অন্য প্রান্তে বসে থাকা 
মানুষের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য চ্যাট অপশনও রয়েছে এই অ্যাপে। বিজ্ঞাপনমুক্ত অ্যাপ পেতে কিনতে 
হবে প্রো-ভার্সন।

লাস্ট কোয়েক আর্থকোয়েক ট্র্যাকার
এই অ্যাপও ব্যবহারকারীর কাছে পৌঁছে দেবে ভূমিকম্পের তাৎক্ষণিক নোটিফিকেশন। তবে তা মিলবে সিসমিক অ্যাকটিভিটি রিপোর্টের ওপর ভিত্তি করে। ফ্রিকোয়েন্সি, এনার্জি, অন্যান্য জরুরি ইনডেক্সের বিষয়েও জানিয়ে দেবে অ্যাপটি। এখানেও ফিল্টার ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। পাওয়া যাবে সুনামিসংক্রান্ত সতর্কতা। বাকি অ্যাপের মতোই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এই অ্যাপে ভয়েস অ্যানাউন্সের মতো ইউনিক ফিচার আছে।

আর্থকোয়েক টুডে
অ্যাপটি বিনা মূল্যে গুগল প্লে স্টোরে পাওয়া যায়। সাপ্তাহিক অবস্থার ভিত্তিতে শেষ ২৪ ঘণ্টার রিপোর্ট পেতে পারেন ব্যবহারকারীরা। এখানেও ফিল্টার ব্যবহার ও ম্যাপ ভিউয়ের মতো ফিচার আছে।

সূত্র: মেইক ইউজ অফু

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    চীনে যেভাবে গড়ে উঠল আইফোন সিটি

    অ্যান্ড্রয়েডে ডায়নামিক আইল্যান্ড চালুর উপায়

    সেলফোন ফটোগ্রাফি টিপস অ্যান্ড ট্রিকস

    গরমে আরাম দেবে চার্জার ফ্যান

    ক্যাননের স্বয়ংক্রিয় ইনডোর ক্যামেরা

    মৃত কৃত্রিম উপগ্রহগুলো কোথায় হারিয়ে যায়

    সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট 

    এনআইডির তথ্যভান্ডার ‘ঝুঁকি’তে

    দক্ষিণখানে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

    বিজ্ঞানীদের অবাক করে ছানার জন্ম দিল এক কুমারী কুমির

    ককটেল ফাটিয়ে জুয়েলারি দোকানে ডাকাতি, পালানোর সময় পিকআপ চাপায় নিহত ১ 

    বিদ্যুৎ–মূল্যস্ফীতি মানুষকে ভোগাচ্ছে, পদক্ষেপ নিচ্ছে সরকার: পরিকল্পনামন্ত্রী