Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

যশোরে বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ৪ পুলিশ আহত, আটক ৬ 

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩২

প্রতীকী ছবি যশোরের মনিরামপুরে বিএনপির ৬ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিএনপির এক নেতার বাড়ি সামনে মিছিল বের করার সময় তাঁদের আটক করা হয়। এ সময় ধস্তাধস্তিতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন-থানার উপপরিদর্শক (এসআই) মলয় বসু, এসআই ইব্রাহিম হোসেন, এএসআই কাজল চ্যাটার্জি ও কনস্টেবল এম এ রশিদ। আহতরা সন্ধ্যায় মনিরামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ আজ বিকেলে থানার পাশে বিএনপির লোকজন লাঠিসোঁটা ও ককটেল নিয়ে জড়ো হয়ে মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৬ জনকে আটক করে। এ সময় থানার ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আটক বিএনপির ৬ নেতা হলেন- শ্যামকুড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনসার আলী, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, চালুয়াহাটির ইউপি সদস্য বিল্লাল হোসেন, বিজয়রামপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান, যশোর সদরের সিদ্দিকুর রহমান ও চালুয়াহাটির মাহবুবুর রহমান। 

মনিরামপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘ওসির অনুমতি নিয়ে আজ আমার বাড়ির আঙিনায় নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভা করি। সভা চলা অবস্থায় বাইরে পুলিশের উপস্থিতি টের পায়। সভা শেষে শান্তিপূর্ণভাবে নেতা-কর্মীরা বের হওয়ার সময় পুলিশ ৯-১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ৩ জনকে ছেড়ে দিয়েছে। বাকি ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘সন্ধ্যায় চার পুলিশ সদস্য আহত অবস্থায় হাসপাতালে আসে। তাঁদের শরীরে ছোটখাটো জখম ছিল। হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

    গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

    ‘আমি সাঁতার জানি, ডুবে গেলে রক্ষার দায়িত্ব নিব’

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড