সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের সাত দিন পর শ্বশুরবাড়ি থেকে শম্পা খাতুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের কাংলাকান্দি গ্রামের শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। শম্পা খাতুন শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের কাংলাকান্দি গ্রামের কোরবান আলীর স্ত্রী। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ১ ফেব্রুয়ারি বাড়ির পার্শ্ববর্তী চাচাতো ভাই কোরবান আলীর সঙ্গে বিয়ে হয় শম্পা খাতুনের। আজ দুপুরে শম্পা খাতুন শ্বশুরবাড়িতে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। তবে কী কারণে শম্পা খাতুন আত্মহত্যা করেছেন, তা জানাতে পারেনি পুলিশ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে