নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় শাহজামাল ওরফে শাহজালাল (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
এর আগে মঙ্গলবার দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত শাহজামাল ওরফে শাহজালাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি জালকুড়ি পশ্চিমপাড়া ঝুটপট্টি এলাকার মো. পিন্টুর ঝুটের গোডাউনে কাজ করতেন।
ওসি বলেন, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় শাহজালাল আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।
এ বিষয়ে ওসি গোলাম মোস্তফা বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে