ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে লাশটি উদ্ধার করে আখাউড়া থানা–পুলিশ। পুলিশের ধারণা লাশটি ভবঘুরে কোনো ব্যক্তির। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর। লাশটি দীর্ঘ সময় ধরে সেখানে পড়ে ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ তাঁর মৃত্যুর কারণ ও নাম পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে