Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

কেনাকাটায় নগদ পেমেন্টে ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, বিমান টিকিট

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫১

কেনাকাটায় নগদ পেমেন্টে ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, বিমান টিকিট বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগদের মাধ্যমে কেনাকাটা করলে গ্রাহকেরা পাচ্ছেন ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। এ ছাড়া প্রতিদিন সর্বোচ্চ টাকার কেনাকাটা করা গ্রাহক পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের স্বামী-স্ত্রীর যুগল টিকিট।

৭ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভালোবাসা দিবস উপলক্ষে নগদের ক্যাশব্যাক ক্যাম্পেইন চলবে। এই ক্যাম্পেইন চলাকালীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করলে নগদ ব্যবহারকারীরা পাবেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। নগদ অ্যাপ অথবা *১৬৭* ডায়াল করে এই কেনাকাটা করা যাবে। পাশাপাশি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমেও উপভোগ করা যাবে এই ছাড়। 

এ ছাড়াও ৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ কেনাকাটা করা গ্রাহক পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের কাপল টিকিট। নির্দিষ্ট কিছু ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্যাশব্যাক অফারটি ১৯ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। সব মিলিয়ে ৯০ টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ব্যবহারকারীরা এই ছাড় পাবেন। এর মধ্যে বাটা, অ্যাপেক্স (অনলাইন), লোটো (অনলাইন), এসএসবি লেদার, শেফস টেবিল, রেমন্ড, কে ক্র্যাফট, মোনার্ক মার্টের মতো মার্চেন্ট থাকছে এই ক্যাম্পেইনে। 

এই অফার নিয়ে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাবউদ্দিন চৌধুরী বলেন, ‘নগদ তারুণ্যের উৎসবকে আরও রঙ্গীন করতে চায়। বিশ্ব ভালোবাসা দিবস সব বয়সের মানুষের তরুণ মনের উৎসব। আমরা এই উৎসবে মানুষের আনন্দটা ডিজিটাল লেনদেনের মাধ্যমে আরও রাঙিয়ে দিতে চাই। এই জন্যই আমরা এই ক্যাম্পেইন নিয়ে এসেছি।’ 

প্রতিদিনের সর্বোচ্চ লেনদেন করা গ্রাহককে ফোন করে তার বিমানের টিকিট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। নগদ কাস্টমার কেয়ার থেকে তিনবার ফোন করা হবে। এরপরও ওই গ্রাহক ফোন রিসিভ না করলে সর্বোচ্চ লেনদেনকারী পরবর্তী গ্রাহককে বেছে নেওয়া হবে। গ্রাহকের পরিচয় নিশ্চিত করার জন্য তাঁর কাছ থেকে জাতীয় পরিচয়পত্রসহ কিছু প্রমাণ চাইবেন কাস্টমার কেয়ার প্রতিনিধি। 

ফোন করে নিশ্চিত করার ৭ দিনের মধ্যে বিজয়ী গ্রাহককে টিকিট বুঝিয়ে দেওয়া হবে। বিজয়ীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর টিকিট পাবেন। 

সতর্কতা: কোনোভাবেই পিন বা ওটিপি কেউ গ্রাহকের কাছে চাইবেন না। অন্য কেউ এই গোপন নম্বরসমূহ চাইলে না দেওয়ার জন্য সতর্ক করছে নগদ কর্তৃপক্ষ। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে ইউআইইউয়ের চুক্তি সই

    আইএসইউতে নবীনবরণ অনুষ্ঠিত

    রমজানে বিনা মূল্যে ৩০ হাজার খাবার বিতরণ করবে ডোমিনোজ পিৎজা

    স্বর্ণের দাম কমানোর এক দিনের মধ্যেই ফের বাড়াল বাজুস

    সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর দ্বিতীয় ধাপে স্বর্ণের দাম কমল ১১৬৬ 

    ফসল উৎপাদনে পরিমিত সার ব্যবহারের আহ্বান গবেষকদের

    ‘বাজারে যাইতে ভয় করে’

    চোখে আঘাত পাওয়া রাবির ৩ শিক্ষার্থীর বিদেশে চিকিৎসার খরচ দেবে প্রশাসন 

    বরিশাল সিটিতে ভোটার বেড়েছে ৩৩ হাজার

    গৌরনদীতে চাঁদাবাজির সময় ৫ জনকে ধরে পুলিশে দিল জনতা

    চালককে বেঁধে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪ 

    আখাউড়ায় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান