Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

কলাপাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিদ্যালয়ের সভাপতির পদত্যাগের ঘোষণা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৫

বিদ্যালয়ের সভাপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মাথায় টুপি পরে বিক্ষোভ করে। ছবি: আজকের পত্রিকা পটুয়াখালীর কলাপাড়ায় পাঞ্জাবি-টুপি নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আকন। এর আগে তাঁর বিচার চেয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল ৯টায় শিক্ষার্থীরা ব্যবস্থাপনা কমিটির সভাপতির ওই মন্তব্যের প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা টুপি পরে মাঠে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা একযোগে কাজ করেন। 

শিক্ষার্থীদের বিক্ষোভের একপর্যায়ে সভাপতি ক্ষমা চেয়ে সভাপতির পথ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে শিক্ষার্থীরা শান্ত হয় ক্লাসে ফিরে যায়।

এর আগে গত বৃহস্পতিবার ক্লাস চলাকালীন বিদ্যালয় পরিদর্শনে আসেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আকন ও প্রধান শিক্ষক আব্দুস সালাম। এ সময় সভাপতি একজন শিক্ষক ও ছাত্রের মাথায় টুপি ও পরনে পাঞ্জাবি দেখে পাঞ্জাবি ও টুপি পরে ক্লাসে আসতে নিষেধ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদ করে শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মো. জাহাঙ্গীর আকন বলেন, ‘ক্লাসে স্কুল ড্রেস নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল। কিন্তু টুপি প্রসঙ্গে আমার কথা বলাটা ঠিক হয়নি।’

মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবির মুখে সভাপতি পদত্যাগের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, ‘খবর পেয়ে সব মহলের সঙ্গে কথা বলেছি। সবকিছু এখন স্বাভাবিক রয়েছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

    গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

    ‘আমি সাঁতার জানি, ডুবে গেলে রক্ষার দায়িত্ব নিব’

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড