Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

লোহাগড়ায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৪

নিহত গৃহবধূর বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা  নড়াইলের লোহাগড়ায় মোছা. শেফালি বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে গৃহবধূর শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ধারালো বঁটি ও সোনার গয়নার পাঁচটি খালি প্যাকেট জব্দ করে পুলিশ। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল রোববার দিবাগত রাতের কোনো একসময় গৃহবধূর ঘরে প্রবেশ করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। 

নিহত গৃহবধূ উপজেলার গোবিন্দপুর পূর্বপাড়া গ্রামের আলিম শেখের স্ত্রী। আলিম শেখের কার্গো জাহাজে চাকরি করেন, বর্তমানে ভারতে অবস্থান করছেন। একমাত্র ছেলে মেহেদী হাসান বিসিএস মৌখিক পরীক্ষার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গৃহবধূ মোছা. শেফালি বেগম (৪৫) মাদ্রাসা পড়ুয়া মেয়েকে রাতের খাবার দেওয়ার জন্য জা পারুল বেগমকে সঙ্গে নিয়ে রাত ৮টার দিকে মাদ্রাসায় যান। পরে তাঁরা সেখান থেকে ফিরে যার যার বাড়িতে ঘুমিয়ে পড়েন। আজ সকালে শেফালি ঘুম থেকে না ওঠায় স্বজনদের সন্দেহ হয়। একপর্যায়ে জা পারুল বেগম ঘরের পেছনের দরজার ছিটকিনি বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে শেফালির রক্তাক্ত দেহ দেখতে পান তাঁরা। 

খবর পেয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ধারালো বঁটি ও সোনার গয়নার পাঁচটি খালি প্যাকেট জব্দ করে। 

নিহত শেফালি বেগমের দেবর আবেদ শেখ (৫০) আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা ও সোনার জন্য আমার ভাবিকে খুন করা হয়েছে। আমরা এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই।’ 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী, ছেলে ও মেয়ে বাইরে থাকার সুযোগে দুর্বৃত্তরা শেফালি বেগমকে গলা কেটে হত্যা করেছে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    উত্তরা-আগারগাঁও রুটে চালু হলো মেট্রোরেলের সব স্টেশন

    ফকিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

    নাটোরে বিএনপির ইফতার ঠেকাতে আ.লীগের ‘শান্তি সমাবেশ’, মঞ্চ ভাঙচুর

    সচিবের পিএস পরিচয়ে বাসাভাড়া, বাড়ির মালিকের টাকা আত্মসাৎ

    রাণীনগরে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ 

    তালায় আপত্তিকর ভিডিও ছড়ানোর হুমকি, আটক দুই যুবক

    এক বছরে একাই ৬ লাখ রুপির ইডলি অর্ডার করেছেন

    যুক্তরাষ্ট্রের প্রার্থী অজয় বঙ্গাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঘোষণা

    অভিযুক্ত হওয়ার পর যা বললেন ট্রাম্প ও তাঁর সমর্থকেরা

    রোজার তাৎপর্য, ইতিহাস ও উদ্দেশ্য

    মেসিদের কাছে হার আশা করেননি ফ্রান্সের সাবেক ফুটবলার

    উত্তরা-আগারগাঁও রুটে চালু হলো মেট্রোরেলের সব স্টেশন