Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

বলিউডের ইতিহাসে প্রথম: ভারতে ৫০০ কোটি আয়ের পথে ‘পাঠান’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩

বলিউডের প্রথম চলচ্চিত্র হিসেবে ভারতে ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘পাঠান’। ছবি: সংগৃহীত শাহরুখের ‘পাঠান’ প্রতিদিন একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে। মুক্তির ১১তম দিনে পাঠান গড়েছে দুটি নতুন রেকর্ড। বলিউড বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেলের টুইটের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বলিউডের প্রথম সিনেমা হিসেবে ৪০০ কোটি রুপি আয়ের ঘরে প্রবেশ করেছে পাঠান।

সে হিসাবে, আমির খানের ‘দঙ্গল’ সিনেমার রেকর্ড ভেঙেছে পাঠান। দঙ্গল আয় করেছিল ৩৮৭ কোটি ৩৮ লাখ রুপি। দ্বিতীয় যে রেকর্ড ভেঙেছে পাঠান সেটি হলো—হিন্দি ভাষার সিনেমা হিসেবে ভারতে এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করেছে শাহরুখের এ সিনেমা।

তবে হিন্দি ছবির আন্তর্জাতিক বাজারে মোট আয়ের দিক থেকে এখনো তৃতীয় অবস্থানে রয়েছে পাঠান। ৫১০ কোটি ৯৯ লাখ রুপি আয় করে শীর্ষ স্থান ধরে রেখেছে তেলুগু সিনেমা ‘বাহুবলী ২ ’। দ্বিতীয় স্থানে রয়েছে কন্নড় সিনেমা ‘কেজিএফ ২ ’। হিন্দি সংস্করণে এটির আয় ছিল ৪৩৪ কোটি ৭০ লাখ রুপি।

বলিউডের প্রথম চলচ্চিত্র হিসেবে ভারতে ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘পাঠান’। ছবি: সংগৃহীত

ধারণা করা হচ্ছে, অচিরেই আয়ের দিক থেকে শীর্ষ স্থান দখল করে নেবে পাঠান। বক্স অফিসে যেভাবে ছবিটি আয় ধরে রেখেছে, তাতে প্রথম বলিউড সিনেমা হিসেবে ৫০০ কোটি রুপির গণ্ডি পার করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এমনটাই অভিমত বাণিজ্য বিশ্লেষকদের।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা টুইটারে লেখেন, ‘বিশ্বব্যাপী পাঠানের আয় ৭৩০ কোটি রুপি। এর মধ্যে ভারতে এটির আয় ৪৫৩ কোটি রুপি ও বিদেশে ২৭৬ কোটি রুপি।’

বলিউডের প্রথম চলচ্চিত্র হিসেবে ভারতে ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘পাঠান’। ছবি: সংগৃহীত বাণিজ্য বিশ্লেষকদের মতে, খুব শিগগির প্রথম বলিউড সিনেমা হিসেবে ভারতের মাটিতে ৫০০ কোটি রুপি আয়ের রেকর্ড স্পর্শ করবে পাঠান।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান। এটি দিয়েই চার বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বিশ্বজুড়ে ৮ হাজার স্ক্রিনে একযোগে মুক্তি পায় বলিউড বাদশার সিনেমাটি। পাঠানে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন এব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

বলিউডের প্রথম চলচ্চিত্র হিসেবে ভারতে ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘পাঠান’। ছবি: সংগৃহীত বিতর্ক, বর্জন—কোনো কিছুই পাঠানের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারছে না। মুক্তির প্রথম দিনের প্রথম শো থেকে প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় যেন বাড়ছেই। সিনেমাটির অনুরাগীদের মুখে শাহরুখের দারুণ অভিনয়ের পাশাপাশি দীপিকা আর জন এব্রাহামেরও দুর্দান্ত অভিনয়ের প্রশংসা হচ্ছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ইফতার বিক্রিতে ব্যস্ত মাহিয়া মাহি

    বাবা হারিয়েছেন দক্ষিণী তারকা অজিত কুমার

    তবে কি থ্রি ইডিয়টসের সিক্যুয়েল আসছে 

    মারা গেছেন ‘পরিণীতা’র পরিচালক প্রদীপ সরকার

    টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্য ধারণের সময় আহত অক্ষয়

    নববর্ষের আগে ক্যামেরায় অন্তরঙ্গ জয়া ও স্বস্তিকা

    লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

    অশান্তি সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: ভূমিমন্ত্রী

    ইফতার বিক্রিতে ব্যস্ত মাহিয়া মাহি

    আগৈলঝাড়ায় বাবা-ছেলের ইসলাম ধর্ম গ্রহণ

    ‘বাজারে যাইতে ভয় করে’

    চোখে আঘাত পাওয়া রাবির ৩ শিক্ষার্থীর বিদেশে চিকিৎসার খরচ দেবে প্রশাসন