Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

গাংনীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০ 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৫

মেহেরপুরের গাংনীতে দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল-জোড়পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিশ্চিত করেছেন বামন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ইছাহক আলী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি বাস তেরাইল-জোড়পুকুরিয়া পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বামুন্দী ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

আহতদের মধ্যে আছেন মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের দুদু শেখ, মুক্তি খাতুন, সামিউল হক, জুই খাতুন, লিমা খাতুন, নাহিদ প্রমুখ। আহত দুদু শেখ বলেন, পরিবার ও এলাকার লোকজন নিয়ে নাটোর জেলার লালপুরে একটি পার্কে বেড়াতে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই বাসে থাকা নারী-শিশুসহ অন্তত ৩০ আহত হয়েছে।

বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ইছাহক আলী বলেন, মেহেরপুরের রাজনগর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নাটোরের লালপুর এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তেরাইল জোড়পুকুর এলাকার উল্টে যায়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অনেকে। সব মিলিয়ে আনুমানিক ৩০ জন আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মুবাশ শিরিন জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করছে পুলিশ।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    খুলনায় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

    বান্দরবানে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

    নান্দাইলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    হরিরামপুরে কালবৈশাখী ঝড়ের আঘাত, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

    জাবিতে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

    নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, শহরজুড়ে উত্তেজনা 

    রাষ্ট্রদ্রোহ আইন অসাংবিধানিক, পাকিস্তানের উচ্চ আদালতের রায়

    খুলনায় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

    দেশের মানুষ শান্তিতে খাদ্য গ্রহণ করে যাচ্ছে: সুজিত রায়

    শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে চালকের মৃত্যু

    বান্দরবানে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

    পাকিস্তানে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু