শুরু হয়ে গেছে বাঙালির প্রাণের উৎসব একুশে বইমেলা। এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে ফেরদৌস আহমেদের প্রথম উপন্যাস ‘এই কাহিনি সত্য নয়’। প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। শুক্রবার বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেরদৌস। প্রথমবার লেখক হিসেবে বইমেলায় এসে দারুণ উচ্ছ্বসিত তিনি। তাঁকে কাছে পেয়ে অটোগ্রাফ ও সেলফি নিতে ভিড় জমায় পাঠকেরা। ফেরদৌস বলেন, ‘নায়ক হিসেবে অটোগ্রাফ অনেক দিয়েছি। লেখক হিসেবে অটোগ্রাফ দিতে পেরে খুব ভালো লেগেছে। এই আনন্দের কথা বলে শেষ করা যাবে না।’
নিজের প্রথম উপন্যাস নিয়ে তিনি বলেন, ‘কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার সময়ের স্মৃতি ও এর সঙ্গে কিছু কল্পনার মিশেলে লেখা হয়েছে উপন্যাসটি।’ ভবিষ্যতে লেখালেখিতে নিয়মিত হওয়া প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘সাংবাদিকতার ছাত্র ছিলাম। সেখান থেকেই লেখার প্রতি ঝোঁক তৈরি হয়েছে। লিখতে খুব ভালো লাগে। পাঠকেরা যদি বইটি পড়েন, তাহলেই উৎসাহ পাব। নতুন করে লিখব।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে