Alexa
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

নির্বাচনে না এলে বিএনপির কর্মীরা নেতাদের পেটাবেন: মির্জা আজম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫২

রংপুরে শান্তি সমাবেশে শনিবার বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।  ছবি: আজকের পত্রিকা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসলে দলটির কর্মীরা নেতাদের পেটাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

আজ শনিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে মির্জা আজম এই মন্তব্য করেন। ‘স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জোটের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে’ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম বলেন, বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচনের কিছুই হবে না। ইভিএমের মাধ্যমে নির্বাচন নির্বাচনের মতো হয়ে যাবে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরও বলেন, ‘২০১৮ সালে বিএনপি নির্বাচনে আসলেও মনোনয়ন বাণিজ্য করেছে। এক আসনে তিনজনকে মনোনয়ন দিয়েছিল। আমার আসনে যাকে মনোনয়ন দিয়েছিল সেই প্রার্থী এক দিনের জন্যও নির্বাচনী এলাকায় আসেন নাই। তাহলে জনগণ কেন তাঁদের ভোট দেবে? আর বিএনপি নির্বাচনে না আসলে, তাঁদের লোকজন কেন্দ্রে না থাকলে, দু-এক জায়গায় তো অনিয়ম হতেই পারে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভালো লাগে না। তিনি এত মিথ্যাচার করেছেন, তাঁর কথা এখন কেউ বিশ্বাস করে না। আজ দেশের মানুষ মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি ১৯৭১ সালের পরাজিত শক্তি। মির্জা ফখরুল ইসলামের বাবা রাজাকার ছিলেন, স্বাধীনতাবিরোধী ছিলেন। তাই দেশের উন্নয়নকে বিএনপির সহ্য হয় না।

মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর আওয়ামী লীগের সদস্যসচিব আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদাত হোসেন বকুল, সদস্যসচিব মাজেদ আলী বাবুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম প্রমুখ

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    চাঁদপুরের যেসব গ্রামে রোজা শুরু আজ

    কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ 

    হঠাৎ ঘিরে ধরে টাকা–পয়সা ছিনিয়ে নিত ওরা

    ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ‘সিনিয়র-জুনিয়র’ বিরোধে নোবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ 

    পাংশায় ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

    চাঁদপুরের যেসব গ্রামে রোজা শুরু আজ

    সার্চের ফলাফলেও বিজ্ঞাপন দেখাবে ইনস্টাগ্রাম 

    শিল্পীর সংগঠন প্রয়োজন আছে কি

    কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ 

    ‘বললেই গাইব’

    হঠাৎ ঘিরে ধরে টাকা–পয়সা ছিনিয়ে নিত ওরা