Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

হিরো আলম জিরো হয়েছে, ফখরুলের স্বপ্নভঙ্গ: ওবায়দুল কাদের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৯

 হিরো আলম জিরো হয়ে গেছে। তাঁকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে। তবে না জেতায় ফখরুলের স্বপ্নভঙ্গ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য অপরাজজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্র করছে দাবি করে তার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আজ শনিবার কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে শান্তি সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এসময় কাদের অভিযোগ করে বলেন, জাতীয় সংসদকে ছোট করার জন্য উপনির্বাচনে হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। তিনি বলেন, ‘ফখরুল সাহেব বলেন—রাষ্ট্রতন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে। হায়রে মায়া। হিরো আলমের জন্য এত দরদ উঠলো ফখরুলের। ফখরুল ভেবেছিল হিরো আলম জিতে যাবে।’ 
 
ওবায়দুল কাদের বলেন, ‘হিরো আলম এখন জিরো হয়ে গেছে। তারা (বিএনপি) তো নির্বাচন চায় নাই। হিরো আলমকে বিএনপি দাঁড় করিয়েছে। সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। অবশেষে ফখরুলের স্বপ্নভঙ্গ।’

বিএনপি ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১ ফেব্রুয়ারি। এর মধ্যে বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনের আওয়ামী আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে প্রায় হাজারখানেক ভোটে পরাজিত হন হিরো আলম। 

বিএনপি আন্দোলনের খেলায় হেরে গেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের উঁচু গলা নিচু হয়ে গেছে। কী খেলব তাদের সঙ্গে? বিএনপিকে বলি, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দারের সঙ্গে খেলতে চাই না। সেই রকম পার্টি দরকার, প্রতিপক্ষ দরকার। আন্দোলনের খেলাইতো পরাজিত হয়ে গেছেন, আর পারবেন না। আন্দোলনের বেলা চলে গেল।’ 

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে মোকাবিলা হবে। আমাদের নেতা কর্মীরা প্রস্তুত, আপনারাও প্রস্তুত হন। খালি মাঠে আমরা গোল দিতে চাই না, দুর্বল প্রতিপক্ষ চাই না। আসেন আপনারা, শক্তিশালী প্রতিপক্ষ চাই, নির্বাচন ফেয়ার হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মহিউদ্দিন জালাল প্রমুখ। শান্তি সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বিএনপি থেকে বহিষ্কার শওকত মাহমুদ

    ১/১১ সরকার বাংলার মাটিতে কায়েম হতে দেওয়া হবে না: নানক

    মনে হচ্ছে দেশটা এখন আ. লীগের পৈতৃক সম্পত্তি: মির্জা ফখরুল 

    শর্ত দিয়ে জরুরি সরকার শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল: খন্দকার মোশাররফ

    বিএনপি সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে: কাদের

    আওয়ামী লীগ দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করছে: মির্জা ফখরুল

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড