বাংলাদেশের সঙ্গে আবারও নতুন অধ্যায় শুরু করবেন চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কা কোচের আসা নিয়ে বাংলাদেশের ক্রিকেটে ইতিবাচক-নেতিবাচক অনেক কথাই হচ্ছে। এবার বাংলাদেশের কোচকে নিয়ে কথা বলেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর মতে, হাথুরুর কাছে নিশ্চয়ই অনেক জাদুর কাঠি আছে।
বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন কুমিল্লার কোচ সালাউদ্দিন। দেশের ক্রিকেটের সেরা কোচ শ্লেষাত্মক সুরে বলেছেন, ‘মনে হয় আমরা যেভাবে হাথুরুসিংহেকে চেয়েছি, তাঁর কাছে নিশ্চয়ই অনেক জাদুর কাঠি আছে। কারণ, তা না হলে হঠাৎ কেউ একজন চলে যাওয়ার পরও তাঁকে আবার আমরা জোর করে আনছি। নিশ্চয়ই জাদুর কাঠি কিছু আছে। তা আপনারাই ভালো বলতে পারবেন, আমি জানি না। তবে নিশ্চয়ই সবাই আশা করে, অনেক ভালো ফল হবে।’
নতুন করে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হয়েছেন হাথুরুসিংহে। তিন সংস্করণেই বাংলাদেশ দলের প্রধান কোচ হচ্ছেন তিনি। নতুন দায়িত্ব নিতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন এই শ্রীলঙ্কান কোচ। মার্চে ইংল্যান্ড সিরিজ থেকেই সাকিব-তামিমদের নিয়ে নতুন করে অভিযান শুরু করবেন তিনি।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে