Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

৬ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১৫-২৫ শতাংশ: সিইসি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০০

নির্বাচন ভবনে ছয় আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ-পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিইসি। ছবি: আজকের পত্রিকা বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া দেশের ছয় আসনের উপনির্বাচনে আনুমানিক ১৫ থেকে ২৫ শতাংশ ভোট পড়তে পারে বলে ধারণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়া ছয় আসনের এই ভোটে অনিয়ম বা কারচুপির উল্লেখযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। ভোট গ্রহণ সাধারণত শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে হয়েছে বলে মত দিয়েছেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বুধবার ছয় আসনের ভোট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

এর আগে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘উপস্থিতির হার তুলনামূলক কম ছিল। আনুমানিক ১৫ থেকে ২০-২৫ শতাংশ হতে পারে। তবে নিশ্চিত করে এখনো বলা যাবে না। এ জন্য আরেকটু অপেক্ষা করতে হবে।’ 

স্থানীয় প্রশাসন থেকে সার্বক্ষণিক তথ্য নিয়েছে জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা টিভি চ্যানেলগুলোর ওপর সর্বক্ষণ দৃষ্টি রেখেছিলাম। অনিয়ম বা কারচুপির উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। অনলাইন পত্রিকা বিশেষভাবে পড়েছি। ছয়টি জায়গায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। একটি জায়গায় তাজা ককটেল পাওয়া গেছে। ভোটকেন্দ্রের বাইরে দু-একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। গণমাধ্যমকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। ভোট গ্রহণ সাধারণত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়েছে। মেশিনের মাধ্যমে গণনা শুরু হয়েছে অনেক জায়গায়। দুই থেকে চার ঘণ্টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দাপ্তরিকভাবে ফলাফল ঘোষিত হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে নতুন সচিব মোস্তাফিজুর রহমান

    আজ বিশ্ব যক্ষ্মা দিবস

    মার্কিন মানবাধিকার প্রতিবেদন খতিয়ে দেখা হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

    আরপিওর প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে ২৮ মার্চ: ইসি

    ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

    সৌদি ভিসা সেন্টার তাশির চালু হলো ঢাকায়

    চোখে আঘাত পাওয়া রাবির ৩ শিক্ষার্থীর বিদেশে চিকিৎসার খরচ দেবে প্রশাসন 

    বরিশাল সিটিতে ভোটার বেড়েছে ৩৩ হাজার

    গৌরনদীতে চাঁদাবাজির সময় ৫ জনকে ধরে পুলিশে দিল জনতা

    চালককে বেঁধে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪ 

    আখাউড়ায় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান